অধিনায়কত্ব হারাচ্ছেন সরফরাজ?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তান দলের অধিনায়কত্বে নাও দেখা যেতে পারে সরফরাজ আহমেদকে। বর্ণবাদী মন্তব্যের কারণে বর্তমানে ক্রিকেট থেকে নিষিদ্ধ এই ক্রিকেটারের অধিনায়কত্বের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে পাকিস্তান সুপার লীগের চতুর্থ আসর শেষে।
চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আন্দাইল ফেহলুকায়োকে 'কালো' বলায় সরফরাজকে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ করে আইসিসি। এরপরই দেশে ফিরে আসেন তিনি। তাঁর জায়গায় এখন পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ শোয়েব মালিক।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন, সফরাজকে তারা কতদিন পর্যন্ত এই দায়িত্বে রাখবো সেটা তাঁকে অধিনায়কত্ব দেয়ার সময় বলা হয়নি। তাই পিএসএল শেষে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন,
'আমরা কিন্তু কখনও খোলাসা করিনি কতদিন পর্যন্ত পাকিস্তানের অধিনায়কত্ব করবেন সরফরাজ। বিশ্বকাপ পর্যন্ত সে অধিনায়ক থাকবে সেটাও আমরা নিশ্চিত করিনি।
'পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রত্যেক সিরিজের ভিত্তিতে অধিনায়ক নির্বাচন করে থাকে। এই সিরিজ এবং পিএসএলের পর আমরা তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নিবো।'
যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাওয়ার পর এহসান মনি জানিয়েছিলেন, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত সরফরাজ অধিনায়ক থাকবেন। এখন দেখার বিষয় ২০১৯ বিশ্বকাপের আগে অধিনায়কত্বে পরিবর্তন নিয়ে আসে কিনা পাকিস্তান।