আমরা 'আন্ডারডগ': জেসন হোল্ডার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত দশ বছরে ঘরে কিংবা ঘরের বাইরে ইংল্যান্ডের বিপক্ষে কোন টেস্ট সিরিজ জিতেনি উইন্ডিজ দল। বার্বাডোসে সিরিজের প্রথম টেস্ট জিতে সেই রেকর্ড ভাঙ্গতে এগিয়ে যাচ্ছে দলটি। কিন্তু দলের ক্রিকেটারদের বিষয়টি নিয়ে ভাবতে বারণ করেছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। কারণ নিজেদের এখনও 'আন্ডারডগ' ভাবেন এই অলরাউন্ডার।
টেস্ট র্যাঙ্কিংয়ে তিন নম্বরে ইংল্যান্ড। সেখানে অনেক পিছিয়ে আট নম্বরে উইন্ডিজরা। তাই নিজেদের ছোট দল ভাবতে একটুও দ্বিধা করেননি ক্যারিবিয়ান অধিনায়ক। তবে অ্যান্টিগা টেস্টেও ইংল্যান্ডকে হারাতে চান তিনি। তাই রেকর্ডের কথা ভুলে ম্যাচের দিকে নজর দিতে সতীর্থদের আহ্বান জানিয়েছেন হোল্ডার।

'এটা আমার মাথায় আছে (রেকর্ড)। আমি ছেলেদের বলেছি এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে। আমাদের এখানে বিশ উইকেট নিতে হবে এবং স্কোর বোর্ডে রান যোগ করতে হবে।
'যদি আমরা তা করতে পারি আমাদের সুযোগ আছে এখনও সিরিজ জেতার। আমরা এখনও আট নম্বর দল, আর ইংল্যান্ড দুই অথবা তিন নম্বর দল। তাই আমরা অবশ্যই আন্ডারডগ।'
বার্বাডোস টেস্টে ইংল্যান্ডকে ৩৮১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। জেসন হোল্ডারের ক্যারিয়ার সেরা দ্বিশতক এবং রস্টন চেজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে (৮/৬০) চার দিনেই ইংলিশদের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছিল উইন্ডিজ।
এছাড়া দুর্দান্ত বোলিং করে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ৭৭ রানে গুঁটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছিলেন কিমার রোচ। ব্যাট হাতে অসাধারণ ছিলেন শেন ডওরিচও।
অ্যান্টিগা টেস্টেও দলের সকলের কাছ থেকে এমন পারফর্মেন্স আশা করছেন দলপতি। ইংলিশদের দুই ইনিংসে বিশ উইকেটই নিতে চান তিনি।