ঢাকায় যোগ দিয়েছেন লঙ্কান ওপেনার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) অংশ নিতে ঢাকায় এসেছেন শ্রীলংকার ওপেনার উপুল থারাঙ্গা। চলতি আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলবেন তিনি।
ঢাকা ডাইনামাইটস কর্তৃপক্ষ থারাঙ্গার যোগ দেয়ার বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, কুমিল্লার বিপক্ষে ম্যাচেই ঢাকার জার্সিতে মাঠে নামবেন তিনি। তাঁরা জানায়, 'হ্যাঁ উপুল থারাঙ্গা দলে যোগ দিয়েছেন। তিনি এখন দলের সাথেই আছেন।'

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে চট্টগ্রাম পর্বে খেলতে গিয়ে টানা ৪ ম্যাচে হেরেছে ঢাকা ডাইনামাইটস। ফলে তাঁদের প্লে-অফে খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এমন অবস্থায় দলের ব্যাটিং শক্তি বাড়াতেই থারাঙ্গাকে উড়িয়ে এনেছে ঢাকা।
বিপিএলের আগের আসরেও খেলেছেন থারাঙ্গা। সেবার সিলেট সিক্সার্সের জার্সিতে ৬ ম্যাচে ৪১.৪০ গড়ে করেছিলেন ২০৭ রান।
থারাঙ্গার আগে দলের ব্যাটিং শক্তি বাড়াতে প্রোটিয়া উইকেটরক্ষ ব্যাটসম্যান হেইনো কুনকে উড়িয়ে এনেছিলো ঢাকা। কিন্তু বিপিএল প্লেয়ার্স ড্রাফটে তার নাম না থাকায় জটিলতা তৈরি হলে পরে তাঁকে ফেরত পাঠাতে বাধ্য হয় তারা।
ঢাকা ডায়নামাইটস স্কোয়াড-
সাকিব আল হাসান (আইকন), রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাঈম শেখ, মোহর শেখ অন্তর, আলিস আল ইসলাম, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হযরতউল্লাহ জাজাই, অ্যান্ড্রু বির্চ, উপুল থারাঙ্গা।