উইকেট হারাল বাংলাদেশ

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ঃ ৯৩/০ (১৪ ওভার)
(পারভেজ ২*, তানজিদ ৫৫*; কাদরি ১/১২)
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ঃ ২৫৬/৭ (৫০ ওভার)
(গোল্ডসওর্থি ৭৩, স্মিথ ৪৮; মৃত্যুঞ্জয় ৪/৫০)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে লড়াই করার লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বর্তমানে ২৫৭ রানের লক্ষ্যে ব্যাটিং করছে টাইগার যুবারা।
ফিরলেন প্রান্তিক, তানজিদের অর্ধশতকঃ ইনিংসের ১৩তম ওভারে এসে প্রথম উইকেটটি হারাল বাংলাদেশ। ওপেনার মোহাম্মদ প্রান্তিক বিদায় নিয়েছেন ৩১ রানে। হামিদুল্লাহ কাদরির বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন প্রান্তিক। তবে ব্যক্তিগত অর্ধশতকটি হাঁকিয়েছেন তানজিদ।
৩৬ বলে ৫৫ রান করে উইকেটে রয়েছেন এই ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন মোহাম্মদ পারভেজ। বাংলাদেশের বর্তমান রান ১৪ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৯৩ রান।
উইকেট শূন্য দশ ওভারঃ টাইগার যুবাদের জন্য শুরুটা দারুণ করে দিলেন দুই ওপেনার প্রান্তিক এবং তানজিদ। প্রথম দশ ওভারে কোন উইকেট না হারিয়ে ৭০ রান সংগ্রহ করেছে এই দুইজন। এরপর পরের দুই ওভারে আরও ১৪ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান।
৪৮ রানে ব্যাটিং করছেন তানজিদ এবং ৩১ রানে ব্যাটিং করছেন প্রান্তিক।
প্রথম ওভারেই দশ রানঃ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই ব্যাট চালাতে শুরু করেন টাইগার যুবাদের দুই ওপেনার মোহাম্মদ প্রান্তিক এবং তানজিদ হাসান। ডন লিচের করা প্রথম ওভারেই দশ রান তুলে নিয়েছেন এই দুই ব্যাটসম্যান।
প্রান্তিক তিন বলে চার এবং তানজিদ তিন বলে ছয় রান নিয়েছেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশঃ আকবর আলি (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান, শামিম হোসেন, রাকিবুল হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন, মোহাম্মদ প্রান্তিক, তানজিম হাসান সাকিব।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ একাদশঃ বেন চার্লসওর্থ, জর্ডান কক্স , উইল স্মিড, জ্যামি স্মিথ (অধিনায়ক), ডন মোসলি, ডন লিচ, জর্জ হিল, লুইস গোল্ডসওর্থি, ক্যাসি অ্যালড্রিজ, হামিদুল্লাহ কাদরি, জর্জ বাল্ডারসেন।