promotional_ad

শীর্ষ পাঁচে এক বাংলাদেশি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিপিএলের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ পর্যায়ে। চট্টগ্রাম পর্ব শেষে দলগুলো খেলবে এবার ঢাকায়। বরাবরের মতো চট্টগ্রাম পর্ব শেষেও বিপিএলের ষষ্ঠ আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক রংপুর রাইডার্সের বাঁহাতি ব্যাটসম্যান রাইলি রুশো।


চট্টগ্রামেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন রুশো। সেখানে গিয়ে দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছিল একটি শতক। এখন পর্যন্ত পাঁচটি অর্ধশতক রয়েছে বাঁহাতি এই ব্যাটসম্যানের।


বিপিএলের এই আসরে রংপুরের হয়ে ১১টি ম্যাচই খেলেছেন রুশো। যেখানে ১৫১ স্ট্রাইক রেটে তাঁর রান সংখ্যা ৫১৪। ব্যক্তিগত অপরাজিত ১০০ রানের ইনিংস তাঁর সর্বোচ্চ।



promotional_ad

এখন পর্যন্ত বিপিএল ইতিহাসে এক আসরের সবচেয়ে বেশি রান রংপুরের এই ব্যাটসম্যানের। রুশোর পরের জায়গাটি উইন্ডিজ বাঁহাতি ব্যাটসম্যান এবং সিলেট সিক্সার্সের নিয়মিত সদস্য নিকোলাস পুরানের। আসরের ১১টি ম্যাচে ১৫৯ স্ট্রাইক রেটে ৩৭৯ রান সংগ্রহ করেছেন তিনি।


একটিও শতক না হাঁকালেও তিন শতকে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয়তে তিনি। সর্বোচ্চ অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।


পুরানের পরের স্থান চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিমের। আসরে ১১ ম্যাচ খেলে এই ডানহাতি ব্যাটসম্যানের রান সংখ্যা ৩৭০।


১৩৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করা মুশফিকের একটিও শতক নেই এই বিপিএলে, তবে তিনটি অর্ধশতক আছে তাঁর। ব্যক্তিগত সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেছেন মুশফিক।



সর্বোচ্চ রান সংগ্রাহকের দিক থেকে চার নম্বরে আছেন রাজশাহী কিংসের বিদেশি ক্রিকেটার লরি ইভান্স। ১৩৭ স্ট্রাইক রেটে ১১ ম্যাচে ৩৩৯ রান নিয়েছেন তিনি। দুটি অর্ধশতক এবং একটি শতক হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। যেখানে অপরাজিত ১০৪ রানের ইনিংস তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ।


পঞ্চম স্থানে আছেন রংপুর রাইডার্সের ওপেনার এবং ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। ৮ ম্যাচ খেলা হেলসের রান সংখ্যা ৩০৪ রান। ১৬৭ স্ট্রাইক রেটে তাঁর নামের পাশে রয়েছে দুটি অর্ধশতক এবং একটি শতক। ব্যক্তিগত ১০০ রানের ইনিংস তাঁর সর্বোচ্চ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball