বাংলাদেশকে চ্যালেঞ্জ পুঁজি ছুঁড়ে দিল ইংল্যান্ড

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাটসম্যানদের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে চ্যালেঞ্জ পুঁজি ছুঁড়ে দিল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। কক্সবাজারে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে হবে ক্ষুদে টাইগারদের।
টস জিতে শুরু থেকেই ভালো অবস্থানে ছিল সফরকারীরা। দুই ওপেনার বেন চার্লসওর্থ এবং উইল স্মিডের ৮৭ রানের জুটি ভালো সূচনা এনে দিয়েছিল ইংলিশদের। এরপর পরপর দুই উইকেট তুলে নেয় টাইগার যুবারা।
৫৫ বলে ৩৯ রান করা চার্লসওর্থকে ফিরিয়েছেন আশরাফুল ইসলাম সিয়াম এবং ৫৬ বলে ৪৩ রান করা স্মিডকে সরাসরি বোল্ড করে সাজঘরের পথ দেখান লেগ স্পিনার রিশাদ আহমেদ।

মধ্য ওভারে এসে খেলা সম্পূর্ণ নিজেদের করে নেন দুই ব্যাটসম্যান লুইস গোল্ডসওর্থি এবং জ্যামি স্মিথ। দুইজনে মিলে ১১২ রানের জুটি গড়েন। বিশাল সংগ্রহের আগাম বার্তা দিতে থাকে ইংল্যান্ড।
কিন্তু এক স্পেলে এসে খেলার মোড় ঘুরিয়ে দেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। একে একে ৪৮ রান করা স্মিথ, ৭৩ রান করা গোল্ডসওর্থি, ১২ রান করা জর্জ হিল এবং ০ রানে জর্ডান কক্সকে ফেরান এই পেসার।
৫০ রানে চার উইকেট তুলে নেন মৃত্যুঞ্জয়। শেষের দিকে এসে জর্জ বাল্ডারসেন ১৪ বলে ২৯ রানের ছোট একটি ক্যামিও খেলে ইংল্যান্ডের রান আড়াইশ ছাড়া করেন। নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করে সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ঃ ২৫৬/৭ (৫০ ওভার)
(গোল্ডসওর্থি ৭৩, স্মিথ ৪৮; মৃত্যুঞ্জয় ৪/৫০)