promotional_ad

আশা না থাকলে ক্রিকেটই ছেড়ে দিবোঃ ইমরুল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্??? ||


বাংলাদেশ দলে খেলার সম্ভাবনা না থাকলে ক্রিকেটকেই বিদায় জানাবেন ইমরুল কায়েস, সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে টাইগার এই ওপেনার হতাশার অভিব্যক্তি জানিয়েছেন এই বক্তব্যের মাধ্যমে। 


নিউজিল্যান্ড সফরে ডাক না পাওয়ায় আক্ষেপ চেপে রাখতে পারেননি ইমরুল। সর্বশেষ ১০টি ওয়ানডেতে মোট ৫০৫ রান করেছেন তিনি। তামিম ইকবালের পর টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ। অথচ এরপরেও অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে স্কোয়াডে রাখা হয়নি। তাই আক্ষেপ করে ইমরুল বলেছেন, 



promotional_ad

'আমরা যারা এক সাথে খেলি তাদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে বলেছে যে, তোর সাথে এটা ঠিক হয়নি। যেদিন দেখবো বাংলাদেশ টিমের খেলার আর কোন আশা নাই, আমি ওইদিন ক্রিকেট খেলা ছেড়ে দিবো।'


দলে জায়গা পাওয়ার সঠিক ব্যাখ্যা নেই ইমরুলের কাছে। এক্ষেত্রে নির্বাচকদের ওপরে সবকিছু ছেড়ে দিয়েছেন তিনি। ইমরুলের ভাষ্যমতে,  'এটা নির্বাচকদের ব্যাপার, যারা ম্যানেজমেন্টে আছেন তাদের ব্যাপার। আমি নিজেও জানি না কেন (দলে) নাই। আমাকে অনেকেই এই প্রশ্ন করেছে। আমি কোনো উত্তর দিতে পারি নি। 


তবে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে খেলার জন্য সর্বদা নিজেকে প্রস্তুত রাখেন ইমরুল। যেকোনো মুহূর্তে যেন উড়াল দিতে পারেন সেই উদ্দেশ্যে সর্বদাই ব্যাগ গুছিয়ে রাখেন তিনি। জাতীয় দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান বলেছেন,  



'ব্যাগ তো গোছানোই আছে। একটা সুটকেস বাংলাদেশ দলের জন্য আলাদা করা থাকে। আমি যদি বাসায় না থাকি তাহলে আমার বাসার কেয়ারটেকারও ওইটা পাঠিয়ে দিতে পারবে। সেভাবেই রেডি রাখি।'


উল্লেখ্য দীর্ঘ ১০ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট দলে খেলছেন ইমরুল কায়েস। ৩৭টি টেস্টে ২৫.৩৭ গড়ে৩৬৮১ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে তাঁর রয়েছে ৩টি শতক এবং ৪টি অর্ধশতক। অপরদিকে ৭৮টি ওয়ানডেতে ৩২.০২ গড়ে ২৪৩৪ রান করেছেন এই ওপেনার। ৪টি শতক সহ ১৬টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball