মিরাজের কণ্ঠে ব্যাটসম্যানদের স্তুতি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেট সিক্সার্সের বিপক্ষে ৫ উইকেটের সহজ জয় পাওয়ার পর দলের ব্যাটসম্যানদের ভূয়সী প্রশংসা করেছেন রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। বিপিএলের ৩৮তম এই ম্যাচটিতে কিংসদের জয়ে সবথেকে বেশি অবদান রেখেছিলেন দুই বিদেশি লরি ইভান্স এবং রায়ান টেন ডেসকাট।
মাত্র ৩৬ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কিংসদের ইংলিশ রিক্রুট ইভান্স। যেখানে ১৮ বলে ৪২ রানের আরেকটি ক্যামিও উপহার দিয়েছেন নেদারল্যান্ডসের ডেসকাট। সুতরাং ম্যাচ শেষে কিংস দলপতি মিরাজ প্রশংসায় ভাসিয়েছেন তাঁদের। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন,

'আমি মনে করি এটি অসাধারণ একটি ম্যাচ হয়েছে এবং আমাদের ব্যাটসম্যানেরা আসলেই অনেক ভালো খেলেছে। লরি এবং টেন্ডো ভালো খেলেছে এবং এটি আমাদের জন্য ভালো ছিলো। এটি ব্যাটিংয়ের জন্য বেশ ভালো উইকেট ছিলো এবং আমাদের দলে অনেক ব্যাটসম্যান ছিলো।'
দলের ব্যাটসম্যানেরা ফর্মে থাকায় বেশ আত্মবিশ্বাস পাচ্ছেন মিরাজ। এখন পর্যন্ত প্লে অফ নিশ্চিত না হলেও সুযোগ পেলে নিজেদের সেরাটা ঢেলে দেয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। মিরাজের ভাষ্যমতে,
'আমরা অনেক আত্মবিশ্বাসী কারণ ব্যাটসম্যানেরা ফর্মে আছে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করতে হবে। দর্শকদের এবং আমাদের দলের মালিকের জন্য আমরা খুশি। আমার মতে সবাই আমাদের এই পারফর্মেন্স উপভোগ করেছে।'
উল্লেখ্য এখন পর্যন্ত ১২ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থতে অবস্থান করছে রাজশাহী কিংস। তবে এরপরেও প্লে অফে খেলা নিশ্চিত নয় তাদের। কেননা তাদের ঠিক পরের অবস্থানে আছে ঢাকা ডাইনামাইটস, যাদের হাতে এখনও বাকি রয়েছে ২টি ম্যাচ। এই ম্যাচগুলোতে জিততে পারলে কিংসদের টপকে প্লে অফ নিশ্চিত করবে তারা।