promotional_ad

দিনের দুই সেরাঃ ডেলপোর্ট-ইভান্স

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যাট হাতে আজ দারুণ খেলেছেন চিটাগাং ভাইকিংসের দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্যামেরন ডেলপোর্ট এবং রাজশাহী কিংসের ইংলিশ রিক্রুট লরি ইভান্স। এই দুই ব্যাটসম্যানই নিজ নিজ দলের হয়ে জয়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। 


চিটাগাং ভাইকিংসের হয়ে টানা ৯টি ম্যাচ খেললেও হাসছিলো না দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্যামেরন ডেলপোর্টের ব্যাট। অবশেষে দশম ম্যাচে এসে নিজের সামর্থ্যের জানান দিতে সক্ষম হন তিনি। 



promotional_ad

ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে বিপিএলের ৩৭তম ম্যাচে খেলতে নেমে মাত্র ৫৭ বলে ৭১ রানের একটি ক্যামিও ইনিংস উপহার দিয়েছেন ২৯ বছর বয়সী ডেলপোর্ট। আর তাঁর ৪ ছয় এবং ৫ চারের সাহায্যে সাজানো এই ইনিংসের সুবাদে ১৭৪ রানের বড় পুঁজি পেয়েছিলো মুশফিকুর রহিমের ভাইকিংসরা।


জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রানে থামে ডাইনামাইটসরা। ফলে ১১ রানের জয়ে প্লে অফে খেলা নিশ্চিত করতে সক্ষম হয় চিটাগাং। এই জয়ের মূল কারিগর হিসেবে ম্যাচ সেরার পুরষ্কার উঠেছে স্বাভাবিকভাবেই ডেলপোর্টের হাতে।


এবারের বিপিএলে আজকের ম্যাচের আগে ডেলপোর্টের সর্বোচ্চ ইনিংসটি ছিলো ৩৮ রানের। সিলেট সিক্সার্সের বিপক্ষে ৯ই জানুয়ারি ৩টি ছয় এবং ৪টি চারের সাহায্যে ২২ বলে সেই ইনিংস খেলেছিলেন তিনি।



এদিকে রাজশাহী কিংসের ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স সিলেট সিক্সার্সের বিপক্ষে রাতের ম্যাচে খেলেছেন ৩১ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস। যেখানে তিনি হাঁকিয়েছেন ৬টি ছয় এবং সমান সংখ্যক চার। তাঁর দুর্দান্ত এই ইনিংসের মাধ্যমে সিক্সার্সদের ছুঁড়ে দেয়া ১৯০ রানের লক্ষ্য ১২ বল হাতে রেখে ৫ উইকেটে টপকে গিয়েছে রাজশাহী। 


এবারের বিপিএলের ২৩তম ম্যাচেও সামর্থ্যের জানান দিয়েছিলেন ৩১ বছর বয়সী ইভান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সেবার খেলতে নেমে ৬২ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। আর তাঁর দলও সেই ম্যাচে জয় পেয়েছিলো ৩৮ রানের।    



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball