বোলারদের কৃতিত্ব দিলেন মুশফিক

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট || চট্টগ্রামের ব্যাটিং বান্ধব উইকেটে ১৭৫ রানের লক্ষ্যে ১১ রানের ম্যাচ জিতেছে চিটাগং ভাইকিংস। কৃতিত্বটা বোলারদের দিতে একটুও দ্বিধা করেননি ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। ঢাকা ডায়নামাইটসের মতো শক্তিশালী দলকে স্বল্প রানের লক্ষ্যে বেঁধে ফেলার কাজটা ভালোই করেছে ভাইকিংসের পেসাররা।
ঘরের মাঠে এসে যেন নিজেদের হারিয়ে খুঁজছিল পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান নিয়ে চট্টগ্রাম পর্ব খেলতে আসা চিটাগং ভাইকিংস। এখানে টানা তিন ম্যাচ হেরেছে দলটি, চট্টগ্রামের শেষ ম্যাচে এসে জয়ের দেখা পাওয়াটা অনেক বেশি জরুরী ছিল ভাইকিংসের জন্য।
দলের বোলারদের কল্যাণে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরে অনেক বেশি উচ্ছ্বসিত ভাইকিংস অধিনায়ক। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে মুশফিক বলেন,

'ম্যাচটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং ছেলেরা আজ ঘুরে দাঁড়িয়েছে। বিশেষ করে বোলাররা তাদের সামর্থ্য দেখিয়েছে। আমি সত্যিই তাদের নিয়ে গর্বিত।
'আমি তাদের বলেছিলাম আমাদের দশ রানের ঘাটতি আছে , কিন্তু তাদের অবদান ছিল অসাধারণ। পাওয়ার প্লে'তে উইকেট নিয়ে তাঁরা ম্যাচের মোড় ঘুরিয়েছে এবং সামনের ম্যাচ গুলোতেও এমন পারফর্ম করতে পারব আমরা।'
চিটাগংয়ের পেসার আবু জায়েদ রাহি চার ওভার বোলিং করে মাত্র ২৫ রান দিয়েছেন, তুলে নিয়েছেন তিনটি মূল্যবান উইকেট। উইকেট না পেলেও খালেদ আহমেদও করেছেন আঁটসাঁট বোলিং। নাঈম হাসান, ক্যামেরন ডেলপোর্ট, দাসুন শানাকারাও বল হাতে ছিলেন দুর্দান্ত।