টানা চার হারে হতাশ সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বিপিএল আসরের শুরুর দিকে একটানা চারটি ম্যাচে জিতেছিল সাকিব আল হাসানের ঢাকা। কিন্তু চিটাগংয়ের বিপক্ষে বুধবারের হারের মধ্য দিয়ে আসরে টানা চারটি হারের তিক্ত স্বাদও পেল দলটি।
ম্যাচটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল ঢাকার জন্যে। কেননা এই ম্যাচ জিতলেই প্লে অফে জায়গা করে নিতে পারত দলটি। আর এমন হারে স্বাভাবিকভাবেই হতাশ দলের অধিনায়ক সাকিব।

ম্যাচ হারের দায় গত কয়েক ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাটসম্যানদের দিলেন তিনি। এমন ব্যাটিং সহায়ক উইকেটে চিটাগংকে ১৭৪ রানে আটকানোর জন্য বোলারদেরও প্রশংসা করেছেন তিনি। ম্যাচ শেষে সাকিব জানান,
'আমাদের দিক থেকে খুবই হতাশাজনক পারফরমেন্স ছিল। আমরা খুব ভালো বল করেছি। আর আমি ভেবেছিলাম আমরা এই রান তাড়া করে জিতে যাব। তাঁদের ভালো বোলারের ঘাটতি ছিল, তারপরেও তাঁরা আমাদের আটকে দিয়েছে।
'উইকেট ব্যাটিং উপযোগী ছিল, তাই পরাজয় হতাশার। এটা খেলারই অংশ। আমরা উইকেট হারাচ্ছিলাম, একারণে শেষে ফিনিশিং দিতে পারিনি। চারটি ম্যাচ আমরা একটানা হেরেছি, এটা খুবই দুঃখজনক।'