promotional_ad

ঘরের মাঠেই প্লে অফ নিশ্চিত করল চিটাগং

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটকে ১১ রানে হারিয়েছে চিটাগং ভাইকিংস। ফলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই প্লে অফ নিশ্চিত করেছে ভাইকিংসরা।


এদিনে ঢাকার বিপক্ষে পাঁচ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করেছে চিটাগং ভাইকিংস। জবাবে ২০ ওভারে নয় উইকেটে ১৬৩ রানে থেমেছে ঢাকার ইনিংস।


বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের পঞ্চম বলেই সুনিল নারিনের (০) উইকেট হারিয়েছে ঢাকা। দলীয় ২৩ রানের মধ্যে ফিরেছেন রনি তালুকদার এবং মিজানুর রহমানও। 


এরপরে সাকিব আল হাসানের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে ফিরেছেন নুরুল হাসান সোহান (৩৩)। কিন্তু দলীয় ৭৩ রানে কাইরন পোলার্ড ফিরে গেলে আবারও বিপদে পড়ে ঢাকা। এবার সাকিবকে সঙ্গ দেন আন্দ্রে রাসেল। ৬৬ রানের জুটি গড়ে ফিরে যান রাসেল।  



promotional_ad

ফেরার আগে ২৩ বলে চারটি চার ও দুটি ছক্কায় করেন ৩৯ রান। এরপরে শুভাগত হোম পাঁচ রানে ফিরে গেলে আবারও চাপে পড়ে ঢাকা। একপাশে একাই লড়ছিলেন সাকিব। ফিফটিও তুলে নিয়েছিলেন তিনি।


ম্যাচ জিততে ঢাকার প্রয়োজন ছিল ১০ বলে ২১ রান। এমন সমীকরণে ফিরে গিয়েছেন সাকিবও। এদিনে ৪২ বলে ৫৩ রান করেছেন তিনি। শেষ পর্যন্ত ঢাকা থামে ২০ ওভারে নয় উইকেটে ১৬৩ রানে।


প্লে অফ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ম্যাচে টসভাগ্য ছিল মুশফিকুর রহিমের। তিনি ব্যাটিং বেঁছে নিলে শুরু থেকেই সতর্ক হয়ে খেলতে থাকেন চিটাগংয়ের দুই ওপেনার মোহাম্মদ শেহজাদ এবং ক্যামেরন ডেলপোর্ট।


দলীয় ৪২ রানে ফিরে যান শেহজাদ। ব্যক্তিগত ২১ রান করে সুনিল নারিনের বলে ফিরে যান তিনি। তিনে নামা ইয়াসির আলি এদিনে বিশেষ সুবিধা করতে পারেননি। তাঁকেও ফিরিয়েছেন নারিন।


১২তম ওভারে উইকেটে আসেন মুশফিক, ছিলেন শেষ ওভার পর্যন্ত। এই সময়টায় ৭৯ রানের বড় জুটি গড়েছেন ডেলপোর্টের সঙ্গে। ডেলপোর্ট ফিফটি তুলে নিলেও ২৪ বলে ৪৩ রান করে ফিরেছেন মুশফিক।



শেষ ওভারের প্রথম তিন বলে মুশফিক, ডেলপোর্ট এবং দাসুন শানাকাকে ফিরিয়ে নিজের বিপিএল ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক তুলে নিয়েছেন আন্দ্রে রাসেল। এটি চলমান বিপিএলের তৃতীয় এবং বিপিএলের ইতিহাসের পঞ্চম হ্যাট্রিক। ফেরার আগে ডেলপোর্ট করেছিলেন ৫৭ বলে ৭১ রান (পাঁচটি চার ও চারটি ছক্কায়)। 


সংক্ষিপ্ত স্কোরঃ-


চিটাগং ভাইকিংসঃ ১৭৪/৫ (২০ ওভার)
(ডেলপোর্ট ৭১, মুশফিক ৪৩; রাসেল ৩/৩৮)


ঢাকা ডায়নামাইটসঃ- ১৬৩/৯ (২০ ওভার)
(সাকিব ৫৩, রাসেল ৩৯; রাহি ৩/২৫)
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball