'চোকার' তকমা সরাতে চান ডু প্লেসিস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ জিতেই দক্ষিণ আফ্রিকার নামের পাশ থেকে চোকার তকমা সরিতে ফেলতে চান অধিনায়ক ফাফ ডু প্লেসিস। সেই জন্য আসন্ন বিশ্বকাপে তাঁর দলের সবাই নিজেদের সেরাটা দিবে বলে বিশ্বাস করেন তিনি।
মিডিয়া থেকে শুরু করে প্রতিপক্ষ পর্যন্ত সবাই দক্ষিণ আফ্রিকাকে মনে করিয়ে দেয় যে তাঁরা চোকার। যেকারণে তরুণদের তিনি চাপমুক্ত রাখতে চান, সেই সঙ্গে মাঠের লড়াইয়ে নিজেদেরকে প্রমাণ করতে চান ফাফ। তাঁর ভাষায়,

'মিডিয়া, প্রতিপক্ষ সবাই এটা (চোকার) বারবার মনে করিয়ে দেয়। তরুণ ক্রিকেটারদের জন্য এই চাপ সামলানো কঠিন। কাগজে কলমে আমরা শক্তিশালী দল, কিন্তু মাঠের লড়াইয়েই জয় পরাজয় নির্ধারিত হয়। বিশ্বকাপে সবাই চাপ না নিয়ে নিজের সেরাটা দেবে, এটাই আমাদের প্রত্যাশা।'
ইংল্যান্ড বিশ্বকাপে স্বাগতিক এবং ভারতকে ফেভারিট মনে করছেন ডু প্লেসিস। তবে তাঁর দলও বিশ্বকাপ জয়ের জন্য মাঠে নামবে। বিশ্বকাপে সব দলের উপর চাপ থাকলেও প্রোটিয়ারা একটু বাড়তি চাপে থাকে বলে মনে করেন তিনি। ফাফ আরও বলেন,
'আমার মনে হয় বিশ্বকাপে ইংল্যান্ড ও ভারতই ফেভারিট। তাই দক্ষিণ আফ্রিকার কোনো চাপ না নিয়ে বিশ্বকাপে যাওয়া উচিত।
'তবে মূল সমস্যাটা হচ্ছে, যখনই আইসিসি টুর্নামেন্ট আসে, দক্ষিণ আফ্রিকাসহ সব দলের ওপরেই চাপ সৃষ্টি হয়। আমাদের ওপর চাপটা একটু বেশিই থাকে।'