promotional_ad

সাত বছর পূর্বের রেকর্ড ভেঙ্গেছেন রুশো

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||সাত বছর পূর্বের রেকর্ড ভেঙ্গেছেন রুশো


বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) এক আসরে সবচেয়ে বেশী রান করা র রেকর্ডটি ৬ আসর ধরে নিজের করে রেখেছিলেন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ। কিন্তু চলতি আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাইলি রুশো রেকর্ডটি এবার নিজের করে নিয়েছেন।


বিপিএলের প্রথম আসরে ২০১২ সালে বরিশাল বার্নার্সের জার্সিতে মোট ১২ ম্যাচে ৪৮৬ রান করেছিলেন শেহজাদ। আর এই আসরে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে রুশোর মোট রান ৫১৪।  


promotional_ad

গেল আসরেও শেহজাদের রেকর্ডটি হুমকির মুখে পড়েছিল। পঞ্চম আসরে ৪৮৫ রান নিয়ে আসর শেষ করেছিলেন ক্যারিবিয়ান হার্ড হিটার রংপুর রাইডার্সের ওপেনার ক্রিস গেইল।  


বিপিএলের দ্বিতীয় আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন মুশফিকুর রহিম। সিলেট রয়্যালসের হয়ে ৪৪০ রান হাঁকিয়েছিলেন তিনি সেই আসরে। তৃতীয় আসরে ঢাকা ডাইমাইটসের জার্সিতে কুমার সাঙ্গাকারা করেছিলেন ৩৪৯ রান।


চতুর্থ আসরে অবশ্য মুশফিক এবং সাঙ্গাকারাকে ছাড়িয়ে গিয়েছিলেন চিটাগাং ভাইকিংসের হয়ে খেলা জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। ৪৭৬ রান নিয়ে আসর শেষ করেছিলেন তিনি। 


কিন্তু চলতি আসরে প্লে-অফ পর্ব শুরু হওয়ার আগেই শেহজাদের রেকর্ডটি ভেঙ্গে দিলেন রুশো। মঙ্গলবার রাজশাহী কিংসের বিপক্ষে ৫৫ রানের ইনিংস খেলে রেকর্ডটি নিজের করে নেন তিনি। এই আসরে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরিতে এখন পর্যন্ত তার রান ৫১৪।


   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball