promotional_ad

শেষ ম্যাচে জিততে চান মিরাজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রংপুর রাইডার্সের বিপক্ষে হারলেও এখনও প্লে-অফের স্বপ্ন শেষ হয়ে যায় নি মেহেদি হাসান মিরাজের দল রাজশাহী কিংসের। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থাকা দলটির অধিনায়কের নিজেদের শেষ ম্যাচে জিততে চান। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই মাঠে নামবে তাঁর দল।


স্কোরবোর্ডে রাজশাহীর ব্যাটসম্যানরা যথেষ্ট রান যোগ করতে পারেন নি। নির্দিষ্ট রানের চেয়ে ২০-৩০ রান বেশী হলে ফলাফল ভিন্ন হতে পারতো বলে বিশ্বাস করেন মিরাজ।


promotional_ad

সেই সঙ্গে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা পারফর্ম করতে পারছেনা বলে খানিকটা হতাশ রাজশাহী দলপতি। আর পাওয়ার প্লে'তে দলের বোলাররা বেশী রান দিয়ে ফেলেছিল বলে ম্যাচে ফেরা কঠিন ছিল তাঁদের জন্য। মিরাজ জানান,


'উইকেট ব্যাটিং সহায়কই ছিল, শেষ কয়েকটা ম্যাচে ২০০'র উপরেও রান হয়েছে এখানে। আমাদের স্কোরবোর্ডে ২০ থেকে ৩০ রান বেশী হলে ফলাফল ভিন্ন হতে পারতো। দলের বোলাররাও পাওয়ার প্লে'তে বেশী রান দিয়েছিল। তাই সেখান থেকে ফিরে আসাটা কঠিন ছিল।


'আশা করছি পরের ম্যাচে ঘুরে দাঁড়াবো। দলের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা পারফর্ম করতে পারছে না কয়েক ম্যাচ ধরে। জঙ্কার এবং ডেসকাট কিছু রান করেছে আজ। আমাদের হাতে থাকা ম্যাচটা জিততেই হবে। যদিও সময় খুবই কম আমাদের হাতে।'


বুধবার নিজেদের শেষ ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। এই ম্যাচে জয় পেলে শেষ চারের আশা বেঁচে থাকবে মিরাজ বাহিনীর। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball