শ্রীলংকার টেস্ট দলে চামিকা করুনাররত্নে

ছবি: ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের জন্য স্কোয়াডে প্রথম বারের মত ডাক পেয়েছেন পেসার চামিকা করুনাররত্নে। ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্টে তাঁর অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
শ্রীলঙ্কার জাতীয় দলের হয়ে শুধু মাত্র টি-টোয়েন্টিতে খেলেছেন চামিকা। ২০১৫ সাল থেকে দেশের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে আসছেন তিনি। এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলে ৩৪.১৬ গড়ে নিয়েছনে ৫৯টি উইকেট।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন চমিকা। এছাড়া সম্প্রতি আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে বল হাতে ৯৯ রানে ৩ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে শতক হাঁকিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে লজ্জাজনক ইনিংস হারের পাশাপাশি বড় দুটি ধাক্কা খায় শ্রীলংকা। ম্যাচ চলাকালীন সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন পেসার দুশমন্থ চামিরা।
চোট থেকে সুস্থ হতে হতে তার সময় লাগবে ৬ সপ্তাহ। চোটের কারণে শুধু বর্তমান টেস্টেই নয় আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও থাকা হচ্ছে না তাঁর।
আরেক পেসার লাহিরু কুমারাও চলতি সিরিজে ইনজুরিতে পড়েছেন। তাই এই দুজনকেই দেশে ফিরে আসতে হয়েছে। আর এই সুযোগে দলে জায়গা পেলেন চামিকা করুনাররত্নে।