নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে রাজশাহী

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী কিংসঃ ১১৫/৬ (১৭ ওভার)
রাব্বি ৯*, কাইস ১২*
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আজকের সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স এবং রাজশাহী কিংস। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী কিংস দলপতি মেহেদী হাসান মিরাজ।
ফিরলেন জোনকারঃ

জোনকারও নামের প্রতি সুবিচার করতে পারেননি। তিনি ১৬ রান করে নাজমুলের বলে ক্যাচ দিয়েছেন মেহেদী মারুফের হাতে।
দারুণ শুরুর পর সাজঘরে ইভান্সঃ
ইভান্স শুরু থেকে দেখেশুনে খেলে বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন। তবে ৩৫ রান করে শহিদুলের বলে নাহিদুলের হাতে ক্যাচ দিলে তাঁর এই ইনিংসের সমাপ্তি ঘটে।
ব্যর্থ সৌম্য-মিরাজঃ
সৌম্য সরকার ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন ১৪ রান করে রুশোর হাতে ক্যাচ দিয়ে তিনি শহিদুলের দ্বিতীয় শিকার হয়েছেন। মিরাজ ফিরেছেন ৬ রান করে নাজমুল ইসলামের বলে বোল্ড হয়ে।
পাওয়ার প্লে'তে দুই উইকেট নেই রাজশাহীরঃ
ব্যাটিংয়ে নেমে জনসন চার্লস মাত্র ১২ রান করে ফরহাদ রেজার বলে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। বেশিক্ষণ টিকতে পারননি মমিনুল হকও। তিনি ৪ রান করে ফিরে গেছেন নাহিদুলের বলে বোল্ড হয়ে।
রংপুর রাইডার্সের একাদশ:
ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, শহীদুল ইসলাম।
রাজশাহী কিংসের একাদশ:
জেসন চার্লস, সৌম্য সরকার, লরি ইভান্স, ক্রিস্টিয়ান জঙ্কার, ফজলে মাহমুদ, মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), আরাফাত সানী, কাইস আহমেদ, কামরুল ইসলাম রাব্বি ও মোস্তাফিজুর রহমান।