উইকেট বিষয় না, শতভাগ দেয়াই লক্ষ্য নাঈমের

ছবি: নাঈম হাসান

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কদিন আগেই নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রি??েট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ স্পিনার নাঈম হাসান। ওয়ানডে দলে ডাক পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।
মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন, আসন্ন এই সফরে টাইগার একাদশে জায়গা পেলে নিজের শতভাগ দিতে চান তিনি। উইকেট বিষয় না নিজের সেরাটা দেয়াই লক্ষ্য তাঁর।

‘ওয়ানডে দলে ডাক পেয়েছি ভালো লাগছে। একাদশে সুযোগ পেলে শতভাগ দেওয়ার চেষ্টা করব। ওখানে আগেও খেলেছি, গত অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে। উইকেট বিষয় নয়, যদি শতভাগ দেন, আমরা এটাই করতে পারি, শতভাগ দিতে পারি।’
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেও বাংলাদেশ দলের হয়ে সাদা পোষাকে খেলে ফেলেছেন তিনি। গত বছরই ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় নাঈম হাসানের।
অভিষেকেই আলো ছড়িয়েছেন এই তরুণ। চট্টগ্রাম টেস্টে উইন্ডিজের বিপক্ষে সর্ব কনিষ্ঠ বোলার হিসেবে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছিলেন এই স্পিনার। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর ৩৫৫ দিন।
টেস্ট অভিষেকের মতো ওয়ানডে অভিষেকেও আলো ছড়াতে চান তিনি। তবে সবার আগে জায়গা পেয়ে নিজের সেরাটা দিয়ে দলের জয়ে অবদান রাখাকেই নিজের লক্ষ্য হিসেবে স্থির করেছেন তিনি।