শেষ ওয়ানডের দলে মুল্ডার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে পঞ্চম ওয়ানডের স্কোয়াডে অলরাউন্ডার উইলেম মুল্ডারকে অন্তর্ভুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের বিপক্ষে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত সীমিত ওভারের সিরিজে ইনজুরিতে পড়েছিলেন ২০ বছর বয়সী এই প্রোটিয়া।
এরপর চলতি বছরের জানুয়ারিতে পুনর্বাসন প্রক্রিয়া শেষে আবারো মাঠে ফিরেছেন তিনি। বিশ্বকাপের আগে সাত নম্বরে একজন আদর্শ অলরাউন্ডার নির্ধারিত করার উদ্দেশ্যেই মুল্ডারকে স্কোয়াডে রেখেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএ)।

এখন পর্যন্ত মোট ৭টি ওয়ানডে খেলেছেন মুল্ডার। যেখানে ১৪.২৫ গড়ে মাত্র ৫৭ রান সংগ্রহ করেছেন তিনি। অপরদিকে বল হাতে শিকার করেছেন ৭টি উইকেট।
তবে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার এই তরুণ। ২০টি প্রথম শ্রেণীর ম্যাচে ব্যাট হাতে ১০৩৪ রান সংগ্রহ করেছেন তিনি। আর বোলিংয়ে নিয়েছেন ৬০টি উইকেট। সম্প্রতি লায়ন্সের হয়ে টাইটান্সের বিপক্ষে ম্যাচে ৫৫ রানে ৪ উইকেট নেন তিনি।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড (পঞ্চম ওয়ানডে)-
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), বিউরান হেন্ডরিক্স, রিজা হেন্ডরিক্স, ইমরান তাহির, এইডেন মার্করাম, ডেভিড মিলার, আন্দাইল ফেহলুকায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, রাসি ফন ডার ডুসেন, উইলেম মুল্ডার।