তামিমের ব্যাটে টেবিলের শীর্ষে কুমিল্লা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আজকের ম্যাচে তামিম ইকবালের অর্ধশতকে চিটাগাং ভাইকিংসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ইমরুল কায়েসের দলটি।
চিটাগাংয়ের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভাইকিংসদের ছুঁড়ে দেয়া ১১৭ রানের লক্ষ্য ১৪ বল হাতে রেখে?? ৩ উইকেট হারিয়ে টপকে যায় কুমিল্লা। দলের পক্ষে ৫১ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছেড়েছেন ওপেনার তামিম। হাঁকিয়েছেন ২টি ছয় এবং ৪টি চার।
তামিমের সাথে ১০ রানে অপরাজিত ছিলেন লঙ্কান থিসারা পেরেরা। এছাড়াও ২২ বলে ৩৬ রানের আরেকটি ইনিংস এসেছেন শামসুর রহমানের ব্যাট থেকে। কুমিল্লার তিন উইকেটের মধ্যে ২৫ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন আবু জায়েদ রাহি। আর ২৫ রানে ১ উইকেট নিয়েছেন খালেদ আহমেদ।
এদিন শুরুতে বৃষ্টির কারণে এক ওভার কমিয়ে আনা হয়েছিলো ম্যাচটির দৈর্ঘ্য। পরবর্তীতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। আর তাঁর সিদ্ধান্তে ব্যাটিংয়ে নেমে ১১৬ রানের পুঁজি পায় ভাইকিংসরা।
ভাইকিংসদের এই পুঁজির পেছনে মূল কৃতিত্ব ছিলো অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের। কেননা দলীয় ৬৫ রানের মাথায় যখন সিকান্দার রাজার উইকেটটি তুলে নিয়েছিলেন শহীদ আফ্রিদি তখনই ক্রিজে নেমেছিলেন সৈকত।

১৩তম ওভারের সময় খেলতে নেমে মাত্র ২৫ বলে ৪৩ রানের অপরাজিত একটি ক্যামিও ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। হাঁকিয়েছেন ৩টি ছয় এবং ৩টি চার। থিসারা পেরেরার শেষ ওভার থেকে ১০ রান নিয়েছেন এই অলরাউন্ডার।
এছাড়াও শুরুর দিকে ১ ছয় এবং ২ চারের সাহায্যে ৩৫ বলে ৩৩ রান করেছিলেন ভাইকিংসদের আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ। এই দুই ব্যাটসম্যান ছাড়া আর কেউই অবশ্য উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।
ভাইকিংসদের এত কম রানে বেঁধে ফেলার পেছনে অগ্রণী ভূমিকা পালন করছেন পাকিস্তানি শহীদ আফ্রিদি, পেসার মোহাম্মদ সাইফুদ্দিন এবং ওয়াহাব রিয়াজ। ৪ ওভার বোলিং করে মাত্র ২৩ রান খরচায় ২ উইকেট তুলে নিয়েছেন সাইফুদ্দিন ও ওয়াহাব। যেখানে পাকিস্তানি অলরাউন্ডার আফ্রিদি ২ উইকেট শিকার করতে খরচ করেছেন মোটে ১০ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
চিটাগাং ভাইকিংসঃ ১১৬/৮ (১৯ ওভার) (সৈকত-৪৩*, শেহজাদ-৩৩; আফ্রিদি-২/১০, সাইফুদ্দিন-২/২৩)
কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ ১১৭/৩ (তামিম- ৫৪*, শামসুর- ৩৬; রাহি-২/২৫, খালেদ- ১/২৫)
টসঃ চিটাগাং (ব্যাটিং)
চিটাগাং ভাইকিংস একাদশঃ
মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), সাদমান ইসলাম, ইয়াসির আলি চৌধুরী, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, নাজিবুল্লাহ জাদরান, নাঈম হাসান, ক্যামেরন ডেলপোর্ট, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশঃ
তামিম ইকবাল, এভিন লুইস, আনামুল হক বিজয় (উইকেটরক্ষক), ইমরুল কায়েস (অধিনায়ক), আবু হায়দার রনি, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, শামসুর রহমান, ওয়াহাব রিয়াজ।