promotional_ad

তামিমের পাঁচ হাজার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি টুয়েন্টি ক্রিকেটে পাঁচ হাজারি রানের ক্লাবে নাম লিখিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। আজ চিটাগাং ভাইকিংসের বিপক্ষে মাঠে নামার আগে ১৮৬টি ম্যাচে ৪৯৭৫ রান ছিলো তামিমের।


তবে এরই মধ্যে পাঁচ হাজার রান পূরণ করেছেন তিনি। টি টুয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২টি শতক ৩২টি অর্ধশতক হাঁকিয়েছেন তামিম। যার একটি এসেছে এবারের বিপিএলে সিলেট সিক্সার্সের বিপক্ষে। 



promotional_ad

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে টি টুয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের দিক থেকে তামিমের পর দ্বিতীয়তে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। মোট ২৮৯ ম্যাচে ৪৬৬৭ রান সংগ্রহ করেছেন তিনি এখন পর্যন্ত। হাঁকিয়েছেন ১৭টি অর্ধশতক।  


এরপর যথাক্রমে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। মোট ১৯৫টি ম্যাচে ৩৪৩৪ রান সংগ্রহ করেছেন রিয়াদ। তাঁর রয়েছে ১১টি অর্ধশতক। অপরদিকে ১৬০টি ম্যাচ খেলে মুশফিকের সংগ্রহ ৩২৬৭ রান। হাঁকিয়েছেন ১৯টি অর্ধশতক। 


তবে টি টুয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহের দিক থেকে শীর্ষে আছেন ক্যারিবিয়ান ক্রিস গেইল। মোট ৩৬৫ ম্যাচ খেলে ১২১৯২ রান সংগ্রহ করেছেন তিনি। তালিকার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থতে আছেন যথাক্রমে ব্র্যান্ডন ম্যাককালাম, কাইরন পোলার্ড এবং শোয়েব মালিক।



নিউজিল্যান্ডের হার্ড হিটার ব্যাটসম্যান ম্যাককালাম ৩৬৫টি টুয়েন্টি ম্যাচে ৩০.১২ গড়ে ৯৮৫২ রান নিয়েছেন। ক্যারিবিয়ান অলরাউন্ডার পোলার্ড মোট খেলেছেন ৪৪০টি ম্যাচ। যেখানে তাঁর সংগ্রহ ৮৬৭৬ রান।


চতুর্থতে থাকা পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ৩৩২ ম্যাচে ৮৩৬২ রান পেয়েছেন। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তালিকাটিতে রয়েছেন অস্ট্রেলিয়ান হার্ডহিটার ডেভিড ওয়ার্নার। ২৫৯টি ম্যাচে ৩৫.২৬ গড়ে তাঁর সংগ্রহ ৮১১১ রান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball