promotional_ad

অ্যান্টিগা টেস্টের স্কোয়াডে ওশান থমাস

গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগাতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্তি ঘটেছে ক্যারিবিয়ান পেসার ওশান থমাসের। ১৪ সদস্যের দলে থাকা এই জ্যামাইকান এখন পর্যন্ত দেশের জার্সিতে ৪টি ওয়ানডে এবং ৬টি আন্তর্জাতিক টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন।


তবে এখন পর্যন্ত দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ পাননি তিনি। ধারণা করা যাচ্ছে অ্যান্টিগাতেই টেস্ট অভিষেক হবে তাঁর। এর আগে বার্বাডোজ টেস্টে আলজারি জোসেফের ব্যাক আপ হিসেবে ছিলেন থমাস। এবার তাঁকে চূড়ান্ত স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা। এই প্রসঙ্গে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেছেন, 



promotional_ad

'ওশান থমাস বার্বাডোজে আমাাদের সাথে ছিলো ব্যাক আপ হিসেবে এবং ১৪ সদস্যের স্কোয়াডে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সে দলের সাথে একজন অতিরিক্ত পেসার হিসেবে থাকবে।'


বার্বাডোজ টেস্টে ইংলিশদের বিপক্ষে ৩৮১ রানের বিশাল জয়ের পর অ্যান্টিগাতেও সাফল্য আশা করছেন ব্রাউন। উইন্ডিজ ক্রিকেটারদের কাছ থেকে এই প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেছেন, 


'আমরা সকলেই প্রথম টেস্টের ফলাফল নিয়ে দারুণ খুশি। আমরা অ্যান্টিগাতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচেও তাদের কাছ থেকে আরেকটি দারুণ পারফর্মেন্স দেখতে চাই যেখানে আমরা গত বছর জিতেছিলাম।' 



উইন্ডিজ স্কোয়াডঃ 


জ্যাসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, শেন ডওরিচ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, কিমার রোচ, ওশান থমাস, জোমেল ওয়ারিকেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball