ডি ভিলিয়ার্সের কাছে সেঞ্চুরি মূল্যহীন

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ব্যাটিং করতে নামলে সেঞ্চুরি নয়, বরঞ্চ ম্যাচ শেষ করে আসাটাকেই প্রাধান্য দিয়ে থাকেন রংপুর রাইডার্সের ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়ে মিডিয়ার সামনে এমনটা জানিয়েছেন তিনি।
এদিনে ৫০ বলে অপরাজিত একশ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন ডি ভিলিয়ার্স। ইনিংসে ছিল আটটি চার ও ছয়টি ছক্কা। ম্যাচ শেষে ভিলিয়ার্স জানান,

'আমি আপনাদের সত্যি করেই বলছি। সেঞ্চুরি নিয়ে আমি ভাবিনা। এটার কোন মূল্যই নেই বলতে পারেন। আমি যদি ম্যাচ শেষ করে আসতে পারি, তাহলে সেটাই আমার কাছে সবচেয়ে বড়।
'দলের প্রয়োজনে আমি শেষ পর্যন্ত ছিলাম। এজন্য আমি এখনও খেলি। আমি এটাও জানিনা যে এখন পর্যন্ত আমি কয়টা সেঞ্চুরি পেয়েছি। সত্যি বলছি। আগেও জানতাম না কয়টা সেঞ্চুরি থাকতো, ভবিষ্যতেও খেয়াল থাকবে না।'
ভিলিয়ার্সের কথার প্রমাণ মিলে তাঁর ক্যারিয়ার বিশ্লেষণেও। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলা টি-টুয়েন্টি মিলিয়ে সর্বমোট ১১৫ ইনিংসে অপরাজিত ছিলেন ভিলিয়ার্স, সেঞ্চুরিও করেছেন অনেক।
এদিকে এই ম্যাচে ভিলিয়ার্সকে সঙ্গ দিয়েছিলেন অ্যালেক্স হেলস। ৮৫ রানে অপরাজিত ছিলেন তিনিও। ভিলিয়ার্সের মতো হেলসের উদ্দেশ্যও ছিল শেষ পর্যন্ত উইকেটে থাকা।
'ম্যাচটা শেষ করে দারুণ লাগছে। আমি আমার ক্যারিয়ারে বেশিরভাগ সময়ে মিডল অর্ডারে ব্যাট করেছি। আপনারা দেখে থাকবেন, যারা মিডল অর্ডারে খেলে তাঁরা অনেক সেঞ্চুরি করে। কিন্তু আমার ক্ষেত্রে ব্যতিক্রম।
'আমি অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসতেই পছন্দ করি। হেলসকে আমি বলেছি, তুমি সেঞ্চুরি করো, টানা দুটো হবে তাহলে। কিন্তু সেও এসবের জন্য খেলে না। দুজনেই স্বাভাবিক খেলাটা খেলেছি। আমার লক্ষ্য ছিল অপরাজিত থাকা। এজন্যই ভালো লাগছে খুব।'