promotional_ad

দিনের দুই সেরাঃ এভিন লুইস ও ডি ভিলিয়ার্স

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিপিএলে সোমবারের দুই ম্যাচে সেঞ্চুরি হয়েছে দুইটি। একটি করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার এভিন লুইস। আরেকটি করেছেন রংপুর রাইডার্স ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। 


এবারের আসরের শুরু থেকেই নিস্প্রম্ভ ছিলেন বাঁহাতি ওপেনার লুইস। অবশেষে নিজেকে ফিরে পেয়েছেন তিনি। সোমবার দিন খুলনা টাইটান্সের বিপক্ষে করেছেন দারুণ এক সেঞ্চুরি।


অবশ্য ইনজুরির কারণে আসরে বেশ কয়েকটি ম্যাচ খেলেননি তিনি। কিন্তু চট্টগ্রাম পর্বে ব্যাট হাতে দেখা যায় সেই পুরনো লুইসকে। মাহমুদুল্লাহর দলের বিপক্ষে ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালিয়েছেন তিনি।



promotional_ad

এদিনে লুইস ফিফটি হাঁকিয়েছেন ৩১ বলে, আর সেঞ্চুরি করেছেন মাত্র ৪৭ বলে। শেষ পর্যন্ত ৪৯ বলে ১০৯ রানে অপরাজিত ছিলেন লুইস। পাঁচটি চারের পাশাপাশি হাঁকিয়েছেন দশটি ছয়।


আর তাঁর তাণ্ডবে ২৩৭ রান সংগ্রহ করেছে ইমরুল কায়েসের কুমিল্লা, যা বিপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। 


একই ম্যাচে বিপিএল ইতিহাসের চতুর্থ হ্যাট্রিকটি নিজের নামে করে নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ২৩৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা খুলনার লেজের সারির তিন ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তিনি। 


১৯তম ওভারের একে একে তিনি ফিরিয়েছেন ডেভিড ভিসে, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাদ্দামকে। 



দিনের আরেক ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ফিফটি পেয়েছেন ঢাকা ডায়নামাইটসের রনি তালুকদার (৫২ রান)। এছাড়া রান পেয়েছেন অ্যালেক্স হেলসও (৮৫*)।


তবে আলাদা করে বলতে হবে ডি ভিলিয়ার্সকে নিয়ে। ঢাকার করা ১৮৬ রানের বড় লক্ষ্য তাড়ায় পাঁচ রানের মধ্যেই ফিরে গিয়েছেন রংপুরের দুই হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইল ও রাইলি রুশো। 


এরপরে সেখান থেকে ১৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েছেন হেলস এবং ডি ভিলিয়ার্স।  আটটি চার ও ছয়টি ছক্কায় ৫০ বলে একশ রানে অপরাজিত ছিলেন ভিলিয়ার্স, পেয়েছেন বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball