ভিলিয়ার্স-হেলসের 'টেনিস' বন্ধন

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
রংপুর রাইডার্স শিবিরে একে অপরের সঙ্গে টেনিস খেলেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস এবং প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স। একারণে একজন অপরজনকে খুব ভালো করেই বোঝেন, যা কাজে লেগেছে ঢাকার বিপক্ষে ম্যাচে।
ডায়নামাইটসের বিপক্ষে ১৮৭ রানের বিশাল লক্ষ্য তাড়ায় মাত্র পাঁচ রানের মধ্যে ফিরে গিয়েছেন ক্রিস গেইল ও রাইলি রুশো। সেই অবস্থা থেকে দলকে জিতিয়েছেন ভিলিয়ার্স-হেলস জুটি।

ভিলিয়ার্স করেছেন ৫০ বলে আটটি চার ও ছয়টি ছক্কায় ১০০ রান। সঙ্গী হেলস করেছেন ৫৩ বলে আটটি চার ও তিনটি ছক্কায় ৮৫ রান।
দুজনের ১৮৪ রানের অবিচ্ছিন্ন জুটিতেই জয় পেয়েছে রংপুর রাইডার্স। ম্যাচ শেষে ডি ভিলিয়ার্স জানান,
'ম্যাচ শেষ করতে আমি বরাবরই পছন্দ করি। মাঠে দর্শকের উপস্থিতি দুর্দান্ত ছিল। তাঁরা আমাকে অনেক অনুপ্রেরণা যুগিয়েছে। দলের মধ্যে হেলস এবং আমি দুজনেই একে অপরের সঙ্গে টেনিস খেলি, এটা আমাদের কাজে লেগেছে।
'কেননা এটা হেলসকে বুঝতে আমার কাজে এসেছে। আমি অনেক চাপে ছিলাম। যে পজিশনে এসে ব্যাট করেছি, তা সহজ ছিল না। ঐ অবস্থা থেকে দলকে জেতাতে অনেক বেশি ভালো লাগছে।'