২২০ রানও নিরাপদ ছিল নাঃ সাকিব

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
এবি ডি ভিলিয়ার্স এবং অ্যালেক্স হেলস যেভাবে ব্যাট করেছেন তাতে ২২০ রান করলেও জিততে পারত না ঢাকা ডায়নামাইটস, মনে করছেন দলটির অধিনায়ক সাকিব আল হাসান।
সোমবারের ম্যাচে ১৮৬ রান করেছিলো ঢাকা, জবাবে হেলসের ৮৫ এবং ভিলিয়ার্সের ১০০ রানের দুটি অপরাজিত ইনিংসে আট উইকেট হাতে রেখেই জিতেছে রংপুর। ম্যাচ শেষে সাকিব জানান,

'দশ ওভারের পর আমরা যেভাবে খেলেছি, আমার মনে হয়েছিল আমরা ২০০ থেকে ২১০ রানের মতো করব। কিন্তু যেভাবে এবি এবং হেলস ব্যাট চালিয়েছে তাতে ২২০ রানও নিরাপদ ছিল না।'
একইসাথে দলের ব্যাটসম্যানদের পারফর্মেন্স নিয়ে দুশ্চিন্তায় আছেন সাকিব। কিছুদিন আগেও পয়েন্ট টেবিলে রাজত্ব করা দলটি এই মুহূর্তে আছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।
গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ব্যাটসম্যানদের রান করার তাগিদ দিলেন ঢাকার অধিনায়ক। একইসাথে দলের বোলারদের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।
'গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে আমাদের টপ অর্ডার রান করছে না। তাঁদের কাছে আমরা ৭০-৮০ রানের মতো প্রত্যাশা করে থাকি। আমাদের আর তিন ম্যাচ আছে, যেখানে আমাদের অনেক বেশি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে।
'আমাদের বোলিং নিয়ে আমি তেমন বেশি ভাবছি না। এই ম্যাচের আগে সবসময় ভালো বল করেছি আমরা। আমাদের ব্যাটিং ব্যর্থতার কারণে আমরা হেরে যাচ্ছি।'