মাশরাফিদের বিপক্ষে মিরাজদের দ্বিতীয় লেগ

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) মঙ্গলবার সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং রাজশাহী কিংস। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
ম্যাচের আগে দারুণ স্বস্তিতে মাশরাফি বিন মর্তুজার রংপুর। দশ ম্যাচে ছয় জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তাঁরা। অপরদিকে দশ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম অবস্থানে আছে মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংস।
প্লে অফ নিশ্চিত করতে রাজশাহী কিংসের জন্য ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। বিপিএলের চলতি আসরে দুই দলের প্রথম লড়াইয়েও জিতেছিল মিরাজের রাজশাহী কিংস।

শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে পাঁচ রানের ব্যবধানে জয় পেয়েছিলো রাজশাহী। এছাড়া সবমিলিয়ে দুই দলের শেষ পাঁচবারের মোকাবেলায় চারবারই জিতেছিল রাজশাহী কিংস।
নজর থাকবে যাদের উপরঃ-
রাইলি রুশোঃ- রংপুরের হয়ে প্রতি ম্যাচেই আলো ছড়াচ্ছেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। এখন পর্যন্ত দশ ইনিংসে ব্যাট করে করেছেন ৪৫৯ রান। গুরুত্বপূর্ণ ম্যাচেও তাঁর ব্যাটে তাকিয়ে থাকবে দল। ঢাকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে শুন্য রান করায় এই ম্যাচে রান করতে চাইবেন রুশো।
মুস্তাফিজুর রহমানঃ- বিপিএলে চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছেন রাজশাহীর সেরা পেসার মুস্তাফিজুর রহমান। কম খরুচে বোলিং করে প্রতি ম্যাচেই দলের জয়ে ভূমিকা রাখতে সাহায্য করেন তিনি। দলকে জয়ের ধারায় ফেরাতে মুস্তাফিজের বোলিং পারফর্মেন্সের দিকে নজর থাকবে রাজশাহীর।
রংপুর রাইডার্স স্কোয়াড:- মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন এনি, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রিলে রুশো, বেনি হাওয়েল, শেলডন কটরেল ও শন উইলিয়ামস।
রাজশাহী কিংস স্কোয়াডঃ- মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), শাহরিয়ার নাফীস, মমিনুল হক, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, কাইস আহমেদ, ক্রিস্টিয়ান জনকার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, সৌম্য সরকার, ইসুরু উদানা, লরি ইভান্স, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডেসকাট, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি, জনসন চার্লস।