ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে জিতল রংপুর

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সোমবার সন্ধ্যার ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। এদিনে বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ডি ভিলিয়ার্স।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানের বড় পুঁজি পেয়েছে ঢাকা ডায়নামাইটস। অ্যালেক্স হেলস ও ডি ভিলিয়ার্সের দৃঢ়তায় আট উইকেট হাতে রেখেই জিতে রংপুর।
বড় লক্ষ্য তাড়ায় পাঁচ রানের মধ্যেই ফিরে গিয়েছেন রংপুরের দুই হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইল (১) ও রাইলি রুশো (০)। এরপরে দারুণ নিয়ন্ত্রণে খেলেছেন অ্যালেক্স হেলস এবং এবি ডি ভিলিয়ার্স।
পাওয়ার প্লে'তে রংপুর করেছে দুই উইকেটে ৬৩ রান। দেখেশুনে খেলতে খেলতে নিজেদের ফিফটিও আদায় করে নিয়েছেন হেলস এবং রুশো। দুজনের ১৮৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে আট উইকেটের বড় জয় পায় রংপুর।

আটটি চার ও ছয়টি ছক্কায় ৫০ বলে একশ রানে অপরাজিত ছিলেন ভিলিয়ার্স। অপরদিকে ৫৩ বলে আটটি চার ও তিনটি ছক্কায় ৮৫ রানে অপরাজিত ছিলেন হেলস। ঢাকার হয়ে দুটি উইকেটই নিয়েছেন আন্দ্রে রাসেল।
এর আগে ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা ডায়নামাইটস দলপতি সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন ঢাকার দুই ওপেনার নারিন ও জাজাই।
দলীয় ৩৫ রানে ১৭ রান করে ফরহাদ রেজার বলে জাজাই উইকেটের পেছনে ক্যাচ দিলে এই জুটি ভাঙে। ওপেনিংয়ে নেমে ২৮ রান করে নাজমুল ইসলামকে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে ফরহাদ রেজার তালুবন্দি হয়েছেন সুনীল নারিন।
এরপর ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। তিনি ২৫ রান করে ফরহাদ রেজার বলে বোল্ড হয়েছেন। ব্যাট হাতে এই ম্যাচে ব্যর্থ হয়েছেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল।
তিনি ১৪ রান করে মাশরাফির বলে ফরহাদ রেজাকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। একপ্রান্ত আগলে রেখে খেলে মাত্র ২৯ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন রনি তালুকদার।
অর্ধশতক পূরণের পর ব্যক্তিগত ৫২ রানে শফিউলের শিকার হয়েছেন হেলসের হাতে ক্যাচ দিয়ে। শুভাগত শেষ দিকে ১ রান করে বোল্ড হয়ে ফিরেছেন শহিদুলের বলে। তবে পোলার্ড ও সোহান দলের বড় পুঁজি নিশ্চিত করেছেন শেষ পর্যন্ত অপরাজিত থেকে।
পোলার্ডের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৩৭ রান। তাছাড়া ৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন নুরুল হাসান সোহান।
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা ডায়নামাইটসঃ ১৮৬/৬ (২০ ওভার)
(রনি ৫২, পোলার্ড ৩৭*, সাকিব ২৫)
রংপুর রাইডার্সঃ ১৮৯/২ (১৮.২ ওভার)
(হেলস ৮৫*, ভিলিয়ার্স ১০০*; রাসেল ২/৩০)