আফ্রিকা সফর শেষ চামিরার

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়া সফরের মাঝ পথে দেশে ফিরছেন লঙ্কান পেসার দুশমান্থ চামিরা। এই পেসার বাঁহাতের আঙুলে চোট পেয়েছেন। সোমবার একথা নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বল করার সময় ইনজুরির কবলে পড়েছেন চামিরা। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন লঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমাল।
গ্যাবায় অজিদের বিপক্ষে প্রথম টেস্টে ২১ ওভার বোলিং করেন ৬৮ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। দ্রতই তিনি দেশে ফিরবেন। তাঁর সঙ্গে দেশে ফিরে যাচ্ছেন ইনজুরিতে আক্রান্ত আরেক পেসার লাহিরু কুমারা।

এরই মধ্যে কুমারার বদলির নাম ঘোঘণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। লঙ্কান দলের সঙ্গে যোগ দিচ্ছেন চামিকা করুনারত্নে। খুব শ্রীঘ্রই দলের সঙ্গে তিনি যোগ দেবেন বলে জানানো হয়েছে।
তৃতীয় লঙ্কান ক্রিকেটার হিসেবে এই সফরে ইনজুরির কবলে পড়েছেন চামিরা। এর আগে ইনজুরির কবলে পড়েছেন নুয়ান প্রদীপ ও লাহিরু কুমারা। দুজনই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন।
২০১৫ সালে চামিরার অভিষেক হয় লঙ্কাদের হয়ে। এরপর নিয়মিত ইনজুরির কবলে পড়ে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন তিনি। দীর্ঘ ২ বছর পর কদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন তিনি।
এবার আবারও ইনজুরির কবলে পড়েছেন এই লঙ্কান পেসার। এদিকে, লঙ্কান ক্রিকেট বোর্ড আশা প্রকাশ করছে আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফর শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন চামিরা।
তবে, লাহিরু কুমারা ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকা সফর থেকেও। লঙ্কান অধিনায়ক চান্দিমাল জানিয়েছেন তাঁর মাঠে ফিরতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে।