promotional_ad

বিপিএলের চতুর্থ হ্যাট্রিক ওয়াহাব রিয়াজের

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিপিএলের চতুর্থ হ্যাট্রিকটি নিজের করে নিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। খুলনা টাইটান্সের বিপক্ষে সোমবার এই হ্যাট্রিক করেন তিনি।


২৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নামা খুলনার শেষের দিকের তিন ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তিনি। ১৯তম ওভারের তৃতীয় বলে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড ভিসেকে মিড উইকেটে ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন তিনি।



promotional_ad

এরপর পরের বলে তাইজুল ইসলামকে সরাসরি বোল্ড করে সাজঘরের দিকে পাঠিয়ে দেন ওয়াহাব। শেষ ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমেছিলেন তরুণ ক্রিকেটার মোহাম্মদ সাদ্দম। স্লোয়ার বলে সামনে থাকা লন অফের ফিল্ডারের মাথার উপর দিয়ে মারতে গিয়ে তামিম ইকবালের হাতে ধরা পড়েন তিনি।


তিন বলে তিন উইকেট নিয়ে বিপিএলের চতুর্থ এবং এই আসরের দ্বিতীয় হ্যাট্রিক করেন ওয়াহাব। বিপিএলের ষষ্ঠ আসরে প্রথম হ্যাট্রিকটি ছিল আলিস আল ইসলামের। বিপিএলের অভিষেক ম্যাচেই হ্যাট্রিক করে বসেন এই স্পিনার। রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম দেখায় এই হ্যাট্রিক করেন তরুণ এই স্পিনার।


এর আগে বিপিএলের প্রথম আসরেই বল হাতে হ্যাট্রিক করেছিলেন পাকিস্তানের ডানহাতি পেসার মোহাম্মদ সামি। দুরন্ত রাজশাহীর হয়ে খেলা এই বোলার ঢাকা গ্লেডিয়েটর্সের বিপক্ষে এই হ্যাট্রিক করেন।



এরপর বিপিএলের তৃতীয় আসরে বাংলাদেশি পেসার আল-আমিন হোসেন হ্যাট্রিক করেছিলেন। সিলেট সুপার স্টার্সের বিপক্ষে বরিশাল বুলসের হয়ে খেলে এই হ্যাট্রিক করেছিলেন পেসার আল-আমিন হোসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball