ক্ষুদে টাইগারদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় ইয়াং লায়ন্স

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কক্সবাজারে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে সাত উইকেটে হেরে ওয়ানডে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।
অচেনা কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে ২৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ের ধারায় ফিরতে চায় ইয়াং লায়ন্সরা। ইয়াং লায়ন্সের কোচ জন লুইস বলেছেন,

'আমি আশা করব ছেলেরা প্রথম ম্যাচ থেকে শিক্ষা গ্রহণ করবে, এখানকার ক্রিকেট ও কন্ডিশন সম্পর্কে। আমরা সামনের ম্যাচ গুলোতে উন্নতি করে ওয়ানডে সিরিজ জিততে চাই।'
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এমন সফরের উপকারিতা দেখতে পাচ্ছেন ইংলিশ কোচ। হারা জেতার চেয়ে বড়, অচেনা কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে পারফর্ম করার দক্ষতা অর্জন করা।
'ফলাফল বাদ দিয়ে চিন্তা করলে, এই ধরনের সফর তরুণ ক্রিকেটারদের গড়ে তোলায় ক্ষেত্রে দারুণ সুযোগ বলা যায়। আমরা এখানে আসার আগে কঠিন কন্ডিশন প্রত্যাশা করেছিলাম, যা আমাদের ছেলেদের জন্য সম্পূর্ণ অচেনা হবে। এটা আমাদের সবার জন্যই দারুণ শিক্ষাসফর।'
আগামী কাল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি।
সিরিজের দুটি চারের দিনের ম্যাচের প্রথমটি শুরু ৭-১০ ফেব্রুয়ারি ও দ্বিতীয়টি ১৫-১৮ ফেব্রুয়ারি মাঠে গড়াবে। চার দিনের ম্যাচের ভেন্যু চট্টগ্রাম।