promotional_ad

গোলাপি পোশাকে প্রথমবার হারল প্রোটিয়ারা

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গোলাপী পোশাকে খেলতে নেমে এর আগের সাতটি ম্যাচে কখনোই হারেনি দক্ষিণ আফ্রিকা। এবার পাকিস্তানের কাছে আট উইকেটে হেরেছে তাঁরা। প্রোটিয়াদের হারিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-২ সমতায় ফিরেছে সফরকারীরা।


উল্লেখ্য, প্রোটিয়াদের গোলাপি পোশাকের এসব ম্যাচে উপার্জিত অর্থের একটি অংশ স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের সেবায় ব্যয় হয়। তাই এই ম্যাচের মর্যাদা অন্যরকম। 


জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ওয়ানডেতে প্রোটিয়াদের মাত্র ১৬৪ রানে অলআউট করে দিয়েছে পাকিস্তান। জবাবে ৩১.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি।


উদ্বোধনী জুটিতে ফখর জামান এবং ইমাম উল হক মিলে তোলেন ৭০ রান। ফখর ৪৪ রানে ইমরান তাহিরের বলে ফিরলে হাল ধরেন বাবর আজম।



promotional_ad

ইমামের সঙ্গে ৯৪ রানের জুটি গড়েন তিনি। অ্যান্ডিল ফেহলুকায়োর বলে ইমামও অবশ্য ব্যক্তিগত ৭১ রানে ফিরে যান। কিন্তু তাতে জয় পেতে একটুও কষ্ট হয়নি পাকিস্তানের। ৪১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাবর আজম।


ম্যাচটিতে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফ্রিকা। দলীয় ১৮ রানে সাজঘরে ফেরেন কুইন্টন ডি কক (০) এবং রিজা হ্যান্ডরিক্স (২)।


এরপরে ১০১ রানের বড় জুটি গড়েন অধিনায়ক ফাফ ডু প্লেসিস এবং হাশিম আমলা। দলীয় ১১৯ রানে ব্যক্তিগত ৫৯ রান করে বিদায় নেন ডু প্লেসিস। এরপরেই নিদারুণ ছন্দপতন হয় প্রোটিয়াদের। 


৪৫ রানের মধ্যে নিজেদের বাকী উইকেটগুলো হারিয়ে ৪১ ওভারে ১৬৪ রানেই থামে প্রোটিয়াদের ইনিংস। আমলার ব্যাট থেকে আসে ৫৭ রান।


পাকিস্তানের হয়ে এদিনে একাই চার উইকেট নেন বাঁহাতি পেসার উসমান শিনওয়ারি। ম্যাচ সেরাও নির্বাচিত হন তিনি। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান দুইটি করে এবং ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির একটি করে উইকেট নেন।



সংক্ষিপ্ত স্কোরঃ


দক্ষিণ আফ্রিকাঃ ১৬৪/১০ (৪১ ওভার)
(প্লেসিস ৫৯, আমলা ৫৭; শিনওয়ারি ৪/৩৫ )
পাকিস্তানঃ ১৬৮/২ (৩১.৩ ওভার)
(ইমাম ৭১, ফখর ৪৪; ফেহলুকায়ো ১/১৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball