হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি সাকিব-মাশরাফিরা

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সোমবার সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস এবং রংপুর রাইডার্স। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ৬.৩০ মিনিটে।
দুই দলের পয়েন্টই এই মুহূর্তে সমান দশ। আটটি ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।
অপরদিকে নয় ম্যাচে পাঁচ জয় নিয়ে রানরেটের সমীকরণে পিছিয়ে থাকায় পয়েন্ট তালিকায় তৃতীয় অবস্থানে আছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।
প্লে অফ নিশ্চিত করার জন্য দুই দলের জন্যই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। এদিকে বিপিএলের চলতি আসরে দুই দলের প্রথম লড়াইয়ে জিতেছিল সাকিবের ঢাকা ডায়নামাইটস।

শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে দুই রানের ব্যবধানে জয় পেয়েছিলো ঢাকা। এছাড়া সবমিলিয়ে শেষ পাঁচবারের মোকাবেলায় তিনবার জিতেছিল ঢাকা।
ম্যাচটির বিশেষ আকর্ষণ দুই দলের তারকা সমৃদ্ধ ক্রিকেটাররা। একদিকে ঢাকায় আছেন আন্দ্রে রাসেল, সুনিল নারিনদের মতো ক্রিকেটাররা। অন্যদিকে রংপুরে আছেন ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সের মতো তারকারা।
নজর থাকবে যাদের উপরঃ-
সাকিব আল হাসানঃ- বিদেশী তারকা ভরা ডায়নামাইটসের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সেরা পারফর্ম করে থাকেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। আসরে দুর্দান্ত ফর্মে থাকা সাকিব তাই আসন্ন ম্যাচটিতেও প্রতিপক্ষের জন্য হুমকি।
রাইলি রুশোঃ- রংপুরের হয়ে প্রতি ম্যাচেই আলো ছড়াচ্ছেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। এখন পর্যন্ত নয় ইনিংসে ব্যাট করে করেছেন ১১৪.৭৫ গড়ে ৪৫৯ রান। গুরুত্বপূর্ণ ম্যাচেও তাঁর ব্যাটে তাকিয়ে থাকবে দল।
ঢাকা ডায়নামাইটস স্কোয়াডঃ- সাকিব আল হাসান (অধিনায়ক), শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ, মোহর শেখ অন্তর, সুনিল নারাইন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই, অ্যান্ড্র বার্জ ও ইয়ান বেল।
রংপুর রাইডার্স স্কোয়াড:- মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন এনি, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রিলে রুশো, বেনি হাওয়েল, শেলডন কটরেল ও শন উইলিয়ামস।