promotional_ad

দিনশেষে সবাই পঞ্চাশ দেখেঃ মিঠুন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্রিস গেইল, অ্যালেক্স হেলসদের ভিড়ে খুব বেশি ওভার ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন না মোহাম্মদ মিঠুন। চিটাগাং ভাইকিংসের বিপক্ষে গত ম্যাচেও ১৭তম ওভারে ডি ভিলিয়ার্স আউট হওয়ার পর খেলতে নেমেছিলেন তিনি। 


কিন্তু ১০ বলে ১৫ রান করে আউট হয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ম্যাচের শেষের দিকে খেলতে নামার পর এর থেকে অবশ্য বেশি কিছু করারও ছিলো না মিঠুনের। তবে দিন শেষে সকলের কাছে প্রাধান্য পায় ৫০ কিংবা ৭০ রানের কোনও ইনিংস। ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে মাঠে নামার আগের দিন রংপুর রাইডার্সের এই ক্রিকেটার তাই বলেছেন, 


'কত ওভার আমি সুযোগ পাচ্ছি সেটা হল গুরুত্বপূর্ণ। কারণ খুব বেশি বল না পেলে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না। দিনশেষে সবাই দেখে কে ৫০ করেছে কে ৭০ করেছে। আমি যেখানে নামছি হয়ত ৪ বা ৫ ওভার থাকছে।' 



promotional_ad

মিঠুনের মতামত যে সময়ে খেলতে নামেন তিনি সেখানে স্ট্রাইকরেটের গুরুত্বই সবথেকে বেশি। সেই পরিস্থিতিতে ২০০ এর মতো স্ট্রাইক রেটে খেলতে পারলেই তা দলের জন্য উপকারী হবে জানিয়েছেন তিনি। রাইডার্স এই ব্যাটসম্যানের ভাষায়,  


'আমি যে জায়গায় খেলতে নামি সেই জায়গায় স্ট্রাইকরেট খুব গুরুত্বপূর্ণ। আমি ওখান থেকে ৫০ করতে পারব না। কিন্তু যদি ২০০ স্ট্রাইকরেটে রান করতে পারি সেটাই আমার দলে কাজে দেবে।'


রাইডার্স ব্যাটিং লাইন আপের প্রথম চার জনই বিদেশি। এভাবে ব্যাটিং আক্রমণ সাজানোর একটি কারণ ব্যাখ্যা করেছেন মিঠুন। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা অনুযায়ীই এভাবে পজিশন ঠিক করা হয়েছে যেন প্রথম থেকে রানের চাকা সচল থাকে। মিঠুন বলেছেন, 


'আসলে সব দলের পরিকল্পনা কিন্তু একরকম হয় না। ২০ ওভারের খেলায় যদি টপ অর্ডার থেকে রান পাওয়া যায় তাহলে পেছনে খুব একটা কাজ থাকে না। আমাদের দলটাই সাজানো হয়েছে, ওভাবেই প্রথম দিকে নির্ভরশীল। উপরে ব্যর্থ হলেই প্রয়োজন হয় নিচের ব্যাটসম্যানদের। তো উপরেই যদি সবাই ক্লিক করে মনে হয় না নিচে খুব বেশি কাজ আছে।'



টপ অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানের ওপরেই যে রংপুরের স্কোর স্কোর নির্ভর করে অধিকাংশ সময় সেটিও স্বীকার করে নিয়েছেন মিঠুন। কেননা রাইডার্স দলে মানসম্মত লোয়ার অর্ডার ব্যাটসম্যান নেই বললেই চলে। এই প্রসঙ্গে মিঠুনের বক্তব্য,   


'আমাদের যেহেতু লোয়ার অর্ডারে কোনো ব্যাটসম্যান ণেই। অন্যান্য দলে যেমন থিসারা, আফ্রিদি....একেক দলে একেকজন আছে। তো আমাদের দলে কিন্তু ওরকম কেউ নেই নিচে যে নেমে ২০ বলে ৫০ করে ফেলছে। অবশ্যই আমরা টপ অর্ডারের উপর নির্ভরশীল। আমি চাইবো যেন প্রতি ম্যাচেই আমাদের টপ অর্ডার ভালো করে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball