তাসকিনদের উদাহরণ টানলেন রুবেল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এবারের বিপিএল আসরে এখন পর্যন্ত দুর্দান্ত বোলিং করেছেন সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদ। মাত্র ১০ ম্যাচ খেলে এরই মধ্যে ২০ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারি তিনি।
প্রায় প্রতি ম্যাচেই দুর্দান্ত বোলিং করার মাধ্যমে বাংলাদেশের বাকি পেসারদের সামনে উৎকৃষ্ট উদাহরণ রেখেছেন তাসকিন। আর তাই তাঁর জাতীয় দলের সতীর্থ রুবেল হোসেনের প্রশংসায় ভেসেছেন তিনি। শুধু তাসকিনই নন, এবারের বিপিএলে বল হাতে ছন্দে আছেন শফিউল ইসলাম, মাশরাফি বিন মর্তুজারা।

এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৬ উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি রংপুরের অধিনায়ক মাশরাফি। যেখানে একই দলের হয়ে খেলা শফিউল ১৩ উইকেট নিয়ে আছেন পঞ্চমে। তাসকিন এবং বাকি পেসাররা ভালো করায় নিজেকে প্রমাণের তাগিদ অনুভব করছেন রুবেলও। রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার আগের দিন ঢাকা ডাইনামাইটসের এই পেসার বলেছেন,
'আমি কোন চ্যালেঞ্জ ফিল করছি না। আমার লক্ষ্য আমি প্রত্যেকটা ম্যাচ ভালো বল করতে চাই। মাঝে মধ্যে ভালো বলেও উইকেট পাই, মাঝে মধ্যে খারাপ বলেও উইকেট পাই। উইকেটটা কিছু কিছু সময় ভাগ্য সহায়ক হতে হয়। তাসকিন এবং আরও যারা আছে তারা খুবই ভালো বল করছে। এটা চ্যালেঞ্জ না, আমার লক্ষ্য ভালো করতে চাই।'
চট্টগ্রামের উইকেটে বুদ্ধি খাটিয়ে বোলিং করতে পারলে সাফল্য বয়ে আনা সহজ হবে, বিশ্বাস করেণ রুবেল। পেসার হিসেবে ব্যাটসম্যানদের চিন্তাধারা বুঝে বোলিং করার পক্ষে মতামত দিয়েছেন তিনি। রুবেলের ভাষ্যমতে,
'চিটাগাংয়ে আমরা অনেক খেলেছি এটা নিয়ে তো বলার কিছু নেই। খুব সুন্দর উইকেট অনেক রান হচ্ছে। এই ধরণের উইকেটে আমরা যারাই বল করবো না কেন খুব বুদ্ধি খাটিয়ে বল করতে হবে। এটা যেহেতু ব্যাটসম্যানদের সহয়ক উইকেট আমার কাছে মনে হয় ব্যাটসম্যানকে রিড করে বল করা উচিৎ।'
টাইগার এই পেসার আরও বলেছেন, 'উইকেটটা কি চাচ্ছে। আসলে সব ব্যাটসম্যানরা হয়তো শট খেলতে পছন্দ করে এ ধরণের উইকেটে। আসলে ব্যাটসম্যানদের নিয়ে খেলা উচিৎ। আমরা কি চাচ্ছি, আমার কি করা উচিৎ, আমার দলের পরিকল্পনা কি আমার মনে হয় এসব কাজে লাগাতে পারলে সাফল্য পাবো।'