চট্টগ্রামে তামিমদের মুখোমুখি মাহমুদুল্লাহরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসর থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের। ১০ ম্যাচে মাত্র ২টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি এবার শেষ ভালোর খোঁজে মাঠে নামবে আগামীকাল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে খুলনার প্রতিপক্ষ শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখন পর্যন্ত ৮টি ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের চতুর্থতে অবস্থান করছে কুমিল্লা। আগামীকালের ম্যাচটি জিততে পারলে প্লে অফে যাওয়ার পথ আরও সুগম হবে তাদের। সুতরাং সেই লক্ষ্য নিয়েই খেলতে নামবে তামিম, ইমরুলদের দলটি।
তার ওপর ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছিলো কুমিল্লা। ফলে আত্মবিশ্বাসের দিক থেকেও বেশ এগিয়ে থাকছে তারা। অবশ্য জ্বলে উঠতে দেখা যেতে পারে সিলেট সিক্সার্সের বিপক্ষে শেষ ম্যাচে ৫৮ রানে পরাজিত হওয়া খুলনাকেও।
কেননা অন্তত টুর্নামেন্টের বাকি দুই ম্যাচে জয় বয়ে আনতে চাইবে তারা। গতকাল সিলেটের কাছে পরাজিত হওয়ার পর এই কথাটিই জানিয়েছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ। ভালো খেলার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেছিলেন, 'আমাদের এখনও দুটি ম্যাচ রয়েছে, আশা করি আমরা সেই ম্যাচগুলো জিততে পারবো। দল এবং ফ্র্যাঞ্চাইজির জন্য ভালো খেলতে পারবো আশা করি।'
এদিকে আগামীকালের ম্যাচটি সহ মোট চারটি খেলা রয়েছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লার। ১০ পয়েন্ট পাওয়া দলটি নিজেদের অবস্থান সুগঠিত করতে চাইবে বাকি ম্যাচগুলো জেতার মধ্য দিয়ে।

নজর থাকবে যাদের ওপরঃ
থিসারা পেরেরাঃ (কুমিল্লা)
ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে জয়ের অন্যতম নায়ক ছিলেন লঙ্কান এই অলরাউন্ডার। ৩ ওভার বোলিং করে মাত্র ১৪ রান খরচ করে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি। পেয়েছিলেন ম্যাচ সেরার পুরষ্কারও।
১৩ই জানুয়ারি চিটাগাং ভাইকিংসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে তান্ডব চালিয়েছিলেন থিসারা। খেলেছিলেন ২৬ বলে ৮ ছয় এবং ৩ চারের সাহায্যে ৭৪ রানের ক্যামিও ইনিংস। সুতরাং আগামীকালের ম্যাচেও এই লঙ্কানের দিকে তাকিয়ে থাকবে কুমিল্লা।
তাইজুল ইসলামঃ (খুলনা)
বল হাতে টানা দুই ম্যাচে ৩ উইকেট শিকার করার কীর্তি গড়েছেন খুলনার স্পিনার তাইজুল ইসলাম। সিলেট সিক্সার্সের বিপক্ষে ২৩শে জানুয়ারি অনুষ্ঠিত ম্যাচটিতে ৩২ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
এরপর একই প্রতিপক্ষের বিপক্ষে গতকাল ৩০ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তাইজুল। আগামীকালের ম্যাচে জয় পেতে হলে তাঁর বোলিংয়ে আস্থা রাখতে হবে মাহমুদুল্লাহর দলকে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াডঃ-
ইমরুল কায়েস (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশরারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, শোয়েব মালিক, স্টিভেন স্মিথ, লিয়াম ডওসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালাম খেইল ও আমের ইয়ামিন।
খুলনা টাইটান্স স্কোয়াডঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহুরুল ইসলাম, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, জহির খান, শুভাশীষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্র্যান্ডন টেইলর, পল স্টার্লিং, ডেভিড ভিসে।