চেজের চোখে 'কিংবদন্তী' হোল্ডার!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের প্রশংসায় পঞ্চমুখ তাঁর সতীর্থ রস্টন চেজ। ইংল্যান্ডের বিপক্ষে বারবাডোস টেস্টে দুর্দান্ত এক দ্বিশতক হাঁকিয়েছেন হোল্ডার। যা তাঁকে চেজের চোখে জায়গা করে দিয়েছে একজন কিংবদন্তী হিসেবে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুইজনেই ছিলেন পারফর্মেন্সের চূড়ায়। দলের জয়ে দুইজনের অবদান অপরিসীম। হোল্ডার দ্বিশতক হাঁকালেও দুর্দান্ত বোলিং করে একাই সফরকারী দলটিকে কুপোকাত করে দিয়েছিলেন উইন্ডিজ অফস্পিনার চেজ। ৮/৬০, চেজের ক্যারিয়ার সেরা বোলিং। তবে নিজের এই পারফর্মেন্সের চেয়েও হোল্ডারের ক্যারিয়ার সেরা ২২৯ বলে ২০২ রানের ইনিংসটি বেশি সন্তুষ্ট করেছে চেজকে।

'জেসন একজন কিংবদন্তী আমার চোখে, অনেক দিনের বন্ধুত্ব, আমি তাঁর উপর বিশ্বাস রাখি এবং সেও মাঠে নিজের উপর বিশ্বাস রাখে। এর চেয়ে ভালো অনুভূতি নেই আমার কাছে, তাঁকে কাল দ্বিশতক করতে দেখেছি।
'আমি একবার ভেবেছিলাম সে বোধহয় অল্পের জন্য পারবে না, কিন্তু সে তাঁর সত্যিকারের চরিত্র দেখিয়েছে। আমি তাঁর জন্য অনেক বেশি খুশি এবং আমার বন্ধু শেন ডওরিচের জন্যও,' বলেছিলেন চেজ।
নিজেদের দ্বিতীয় ইনিংসে যখন ১২০ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছিল উইন্ডিজ দল, সে সময় দলের হাল ধরেন অধিনায়ক। শেন ডওরিচের সাথে জুটি গড়েন ২৯৫ রানের। নিজে করেন টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতক। ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছুঁড়ে দেন ৬২১ রানের।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮১ রানের বিশাল জয় তুলে নেয়ার পেছনে হোল্ডারের এই ইনিংসটি অসাধারণ গুরুত্ব রেখেছিল।