দিনের সেরাঃ মুস্তাফিজুর রহমান

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলে চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিন রাঙালেন রাজশাহী কিংস পেসার মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে দলকে দারুণ এক জয় উপহার দিয়েছেন তিনি।
এদিনে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ২৮ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তিনটি উইকেটই তিনি নিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ সময়ে।

শেষ ওভারে ১৩ রান ডিফেন্ড করা মুস্তাফিজ সেই ওভারে বোল্ড করে ফিরিয়েছেন ১৫ বলে ২৯ রান করা সিকান্দার রাজাকে। সেই তাঁর আরেক শিকার রবিউল হক।
এছাড়া ম্যাচে নিজের প্রথম ওভারে (ইনিংসের তৃতীয় ওভার) চিটাগংয়ের মারকুটে ওপেনার ক্যামেরন ডেলপোর্টকেও (৭) ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
রাজশাহীর হয়ে এদিনে দুর্দান্ত খেলেছিলেন ওপেনার জনসন চার্লস। ৪৩ বলে ৫৫ রান করেছেন তিনি। এছাড়া চিটাগংয়ের হয়ে ৩৮ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন ইয়াসির আলী।
এছাড়া দিনের আরেক ম্যাচে সিলেট সিক্সার্স এবং খুলনা টাইটান্সের ম্যাচে রান পেয়েছেন সাব্বির আহমেদ (২৯ বলে ৪৪), আফিফ হোসেনরা (৩৭ বলে ৪৯)। উইকেটের দেখা পেয়েছেন নাবিল সামাদ এবং তাইজুল ইসলাম (দুইজনই তিনটি করে)।
কিন্ত সবাইকেই যেন ছাপিয়ে গিয়েছেন দিন দিন ডেথ বোলিং বিশেষজ্ঞ বনে যাওয়া মুস্তাফিজ। বিপিএলের এই শনিবারের সেরা তাঁকেই বলা যায়।