প্লে অফে খেলার সম্ভাবনা আছেঃ মিরাজ

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
গ্রুপ পর্বে রাজশাহী কিংসের আর বাকী আছে দুইটি ম্যাচ। আর দুটো ম্যাচে ভালো খেললে প্লে অফে ওঠার সম্ভাবনা দেখছেন কিংস অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
আসরে দশটি ম্যাচ খেলা শেষ রাজশাহী কিংসের। দশ ম্যাচে পাঁচ জয় নিয়ে এখনও পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে মিরাজ নেতৃত্বাধীন দলটি।
পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল চিটাগং ভাইকিংসকে হারানোর পর তাই একটু বেশিই উত্তেজিত মিরাজ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে মিরাজ জানান,

'আমাদের আরও দুই ম্যাচ বাকী। প্লে অফ নিশ্চিত করার ভালো সুযোগ আছে আমাদের।'
এদিনে তিনি প্রশংসা করেছেন ম্যাচ জয়ে ভূমিকা রাখা জনসন চার্লস, ক্রিশ্চিয়ান জোনকার এবং মুস্তাফিজুর রহমানের। পাওয়ার প্লে'তে সৌম্য সরকার ও জনসন চার্লসের তাণ্ডবে এক উইকেটে ৫০ রান করেছিলো কিংসরা।
পাওয়ার প্লে থেকেই ব্যাটসম্যানরা দায়িত্ব নেওয়ায় সন্তুষ্ট মিরাজ। এছাড়া ব্যাটিং উইকেটে মুস্তাফিজুর রহমানের ২৮ রান খরচায় তিন উইকেট নেওয়াকেও বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।
'ম্যাচটি দারুণ ছিল। আমাদের বোলাররা ভালো বল করেছে। মুস্তাফিজের কথা আলাদাভাবে বলতেই হয়। আমরা পাওয়ার প্লে'তে রান পেয়েছি, এজন্য ভালো লাগছে।'
'চার্লসের রাজশাহীর হয়ে প্রথম ম্যাচ ছিল। সে অসাধারণ খেলেছে। জোনকার ভালো ফিনিশিং দিয়েছে।'