ওয়ান্ডার্সে গোলাপি পোশাকে নামছে প্রোটিয়ারা

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জোহানেসবার্গে ওয়ান্ডার্স স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান। রবিবার বাংলাদেশ সময় দুপুর দুই টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচটিতে গোলাপি পোশাকে খেলতে নামবে প্রোটিয়ারা। ছয় বছর আগে থেকে এই ম্যাচ পর্যন্ত আটবারের মতো গোলাপি পোশাকে খেলতে নামবে ডু প্লেসিসরা।
উল্লেখ্য, প্রোটিয়াদের গোলাপি পোশাকের এসব ম্যাচে উপার্জিত অর্থের একটি অংশ স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের সেবায় ব্যয় হয়। তাই এই ম্যাচের মর্যাদা অন্যরকম।

আর এখন পর্যন্ত গোলাপি পোশাকে খেলা ম্যাচগুলোর একটিতেও হারেনি দক্ষিণ আফ্রিকা। মাঠে নামার আগে তাই বাড়তি দুশ্চিন্তায় থাকবে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা পাকিস্তান।
টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান অবশ্য ওয়ানডে সিরিজে সমানতালেই লড়ছে। প্রথম ওয়ানডেতে জেতার পর তৃতীয় ওয়ানডেতেও দাপুটে পারফর্মেন্স ছিল তাঁদের।
ইমাম উল হকের সেঞ্চুরিতে তিন শতাধিক রানও তুলেছিল দল। কিন্তু বৃষ্টি আইনে ম্যাচটি ১৩ রানে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান জিতলেও দ্বিতীয় ওয়ানডেতে সমতায় ফিরে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য)- কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, রিজা হ্যান্ডরিক্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডাসেন, অ্যান্ডিল ফেহলুকায়ো, ডেল স্টেইন, তাবরাইজ শামসি/ ইমরান তাহির, কাগিসো রাবদা, বেউরান হ্যান্ডরিক্স।
পাকিস্তান একাদশ (সম্ভাব্য)- ইমাম উল হক, ফখর জামান/ শান মাসুদ, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শাদাব খান, ইমাদ ওয়াসিম/ ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলী, শাহিন আফ্রিদি।