আফিফের প্রতিভা নিয়ে সন্দেহ ছিলো না ওয়ার্নারের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএল থেকে দেশে ফিরে যাওয়ার আগে আফিফ হোসেন ধ্রুবর প্রতিভা কাজে লাগানোর পরামর্শ দিয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তেমনটা করতে পারলে বাংলাদেশের ক্রিকেটের জন্যই ভালো হবে, বিশ্বাস ছিলো এই অজির।
খুলনা টাইটান্সের বিপক্ষে ৩৭ বলে ৪৯ রানের ঝড়ো একটি ইনিংস খেলে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সিলেট সিক্সার্সের ১৯ বছর বয়সী আফিফ। তাঁর এই ইনিংসের সুবাদে ১৯৫ রানের বিশাল সংগ্রহ দাঁড়া করিয়েছিলো সিলেট।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে দলটির অধিনায়ক অলোক কাপালি জানিয়েছেন, আফিফকে নিয়ে ওয়ার্নারের ভবিষৎবাণীর কথা। আফিফের প্রতিভা নিয়ে এই অস্ট্রেলিয়ানের কোন সন্দেহ ছিলো না জানিয়ে কাপালি বলেছেন,

'আফিফ সম্পর্কে ওয়ার্নার যাওয়ার আগে বলে গিয়েছে যে ওর মধ্যে যে প্রতিভা রয়েছে তা যদি ঠিকমতো কাজে লাগানো সম্ভব হয় তাহলে বাংলাদেশের জন্য অনেক ভালো হবে।'
খুলনার বিপক্ষে এই ম্যাচটিতে লিটন এবং আফিফের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিলো সিলেট। ৭১ রানের জুটি গড়েছিলেন এই দুই ব্যাটসম্যান। এরপর সাব্বির এবং নাওয়াজও ব্যাট হাতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেন ব্যাট হাতে। সাব্বিরের ৪৪ এবং নাওয়াজের ৩৯ রানে পরবর্তীতে খুলনার সামনে বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় সিলেট। কাপালি বলেছেন,
'আমাদের শুরুটা অনেক ভালো হয়েছিলো। লিটন এবং আফিফ বেশ ভালো শুরু করেছিলো। এরপর আবার সাব্বির এবং নাওয়াজ মাঝখানে অনেক ভালো ব্যাটিং করেছে। এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিলো।'
'আমরা প্রথম থেকেই চেষ্টা করেছি প্রত্যেকটি ম্যাচে ভালো খেলার। আমার মনে হয় আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো।
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দারুণ পারফর্ম করেছে সিলেটের বোলাররা। বিশেষ করে ৩২ বছর বয়সী স্পিনার নাবিল সামাদ ছিলেন দারুণ ফর্মে। মাত্র ২০ রানে ৩ উইকেট শিকার করেছেন তিনি। তাই তাঁর উচ্চকিত প্রশংসা ঝরেছে কাপালির কণ্ঠে। তাঁর ভাষায়,
'আমরা চেষ্টা করেছিলাম ভালো বোলিং করার। গত ম্যাচে যে বোলিং আক্রমণ ছিলো সেটি নিয়ে খেলেছি। সবাই শতভাগ দেয়ার চেষ্টা করেছে। আমার মনে হয় সবাই ভালো বোলিং করেছে এবং সামনেও এর ধারাবাহিকতা থাকবে। নাবিল আজকে প্রথম বোলিং করেছে। গত ম্যাচে কম্বিনেশনের কারণে করেনি। সে গত বছরও ভালো করেছে, আশা করি আগামী ম্যাচগুলোতেও ভালো করবে।'