promotional_ad

বাকি দুই ম্যাচ জিততে চান মাহমুদুল্লাহ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিলেট সিক্সার্সের কাছে ৫৮ রানে পরাজিত হয়ে বিপিএল আসর থেকে ছিটকে পড়তে হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটান্সকে। এখন তাই হারানোর কিছু থাকছে না তাদের। তবে হাতে থাকা বাকি দুই ম্যাচ জিতে টুর্নামেন্টটি শেষ করতে ইচ্ছুক অধিনায়ক রিয়াদ।


সিলেটের বিপক্ষে পরাজয়ের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে টাইটান্স দলপতি জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজির জন্য হলেও বাকি ম্যাচগুলোতে জয় পাওয়ার চেষ্টা থাকবে তাদের। এবারের বিপিএলকে হতাশার আখ্যা দিয়ে রিয়াদ বলেছেন,  



promotional_ad

'এটি আমার এবং দলের জন্য একটি হতাশার সেশন ছিলো। কারণ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমাদের এখনও দুটি ম্যাচ রয়??ছে, আশা করি আমরা সেই ম্যাচগুলো জিততে পারবো। দল এবং ফ্র্যাঞ্চাইজির জন্য ভালো খেলতে পারবো আশা করি।'


এই ম্যাচে ব্যাট হাতে ভালো খেলেছেন খুলনার জিম্বাবুইয়ান রিক্রুট ব্র্যান্ডন টেইলর। অপরদিকে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।


৪ ওভারে ৩০ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি। আর ২৩ বলে ৩৪ রানের একটি ইনিংস এসেছিলো টেইলরের ব্যাট থেকে। ম্যাচ শেষে তাঁদের প্রশংসা করতে তাই ভোলেননি পরাজিত দলের অধিনায়ক, 



'ব্র্যান্ডন অনেক ভালো ব্যাটিং করেছে। সে সুযোগগুলো কাজে লাগিয়েছে। বল হাতে আমাদের সবথেকে সেরা পারফর্মার ছিলো তাইজুল। সে উইকেট নিয়েছে ধারাবাহিকভাবে এবং আজকেও ৩টি নিয়েছে। তবে দিন শেষে আমরা অনেক বেশি রান দিয়েছি এবং এটাই চাপ সৃষ্টি করেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball