পরবর্তী ধাপে যাওয়ার পথ বাতলে দিলেন তামিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টাইগার ওপেনার তামিম ইকবালের মতামত একজন ব্যাটসম্যান হিসেবে নিজেকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে হলে ইনিংসগুলোকে বড় করার ব্রত নিয়ে এগোতে হবে। পাশাপাশি ম্যাচ শেষ করে আসার মতো মানসিকতাও সৃষ্টি করতে হবে।
খুলনা টাইটান্সের বিপক্ষে টুর্নামেন্টের ২০তম ম্যাচে ৪২ বলে ৭৩ রানের ঝড়ো একটি ইনিংস খেলেছিলেন তামিম। আরও কিছুক্ষণ ক্রিজে থাকতে পারলে শতক নিয়েও ফিরতে পারতেন তিনি।
তামিম ছাড়াও স্থানীয় ব্যাটসম্যানদের মধ্যে শতক বঞ্চিত হয়েছেন চিটাগাং ভাইকিংসের ইয়াসির আলি চৌধুরীও। রংপুর রাইডার্সের বিপক্ষে গত ম্যাচে ৪৮ বলে ৭৮ রান করে আউট হয়েছেন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান। এভাবে তীরে এসে তরী ডুবানোর ব্যাপারে তামিম বলেছেন,

'আমি আগেও বলেছিলাম নিজেকে যদি পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে হয় তাহলে এই ইনিংসগুলো বড় করতে হবে। ম্যাচ শেষ করে আসতে হবে। যখন খেলা শেষ করবেন দেখবেন এই শতক অনেক বড় কিছু হয়ে দাঁড়িয়েছে।'
বিদেশিরা শতক হাঁকালেও দেশীয় ব্যাটসম্যানেরা ব্যর্থ হচ্ছেন। এই ব্যাপারে তামিম আরও বলেছেন, 'দেশি খেলোয়াড়দের শতক হাঁকানোর সুযোগ ছিল। গত ম্যাচে ইয়াসির আলী যেভাবে ব্যাটিং করেছে তার একটা সুযোগ ছিল। আমি যেদিন খুলনার সঙ্গে ব্যাটিং করেছি সেদিন আমারও সুযোগ ছিল।'
অবশ্য টি টুয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে যে শতক পাওয়া যথেষ্ট কঠিন সেটি অকপটেই স্বীকার করেছেন তামিম। শতকের সুবিধা বেশি থাকে টপ অর্ডার ব্যাটসম্যানদেরই বেশি, জানিয়েছেন তিনি। টাইগার ওপেনারের ভাষায়,
'টি টোয়েন্টিতে বলে সেঞ্চুরি করা খুব কঠিন। এটা খুব দুর্লভ। তবে সুযোগ অবশ্যই থাকে। ওপরে যারা ব্যাটিং করি তাদের সুযোগ থাকে। আমি কিংবা বাংলাদেশের কেউ যদি করে তবে সেটি অনেক বড় অর্জন হবে।'