'অন্য মানুষ হয়ে ফিরুক সাব্বির'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ড সিরিজের দলে ডাক পাওয়া সাব্বির রহমান তাঁর পূর্বের ভুলগুলো শুধরে সুযোগ কাজে লাগাতে সক্ষম হবেন, বিশ্বাস করেন টাইগার ওপেনার তামিম ইকবাল।
নিজেকে পুরো বদলে নিয়ে অন্য মানুষ হিসেবে মাঠে ফিরবেন সাব্বির এমনটাই প্রত্যাশা তামিমের। তাঁর বিশ্বাস অতীতকে ভুলে যাওয়ার ব্রত নিয়ে আগামীতে নিজেকে প্রমাণ করতে পারবেন সাব্বির। এই প্রসঙ্গে সাংবাদিকদের তামিম বলেছেন,

'তাঁর (সাব্বির) প্রতি এটাই শুভকামনা থাকবে যে, অতীতে যে সে ভুলগুলো করেছে আশা করি সেটির পুনারবৃত্তি হবে না। সে নিজেও হয়তো এটা বোঝে। ওর সঙ্গে ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করি। আশা করি অন্য মানুষ হয়ে সে ফিরবে।'
তামিম আরও বিশ্বাস করেন বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার পাশাপাশি একজন খেলোয়াড় হিসেবে যা যা করণীয় তার সবই করবেন সাব্বির। ১৫ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত থাকা এই ব্যাটসম্যান নিয়ে ওপেনার তামিমের ভাষ্য,
'যেহেতু দল ঘোষণা হয়ে গেছে, সে ১৫জনের অংশ। ওর যে দায়িত্ব আছে শুধু বাংলাদেশের হয়ে খেলাই নয়, খেলোয়াড় হিসেবে যা যা করার দরকার সব পালন করবে।'
উল্লেখ্য আসন্ন নিউজিল্যান্ড সিরিজে সাব্বির রহমানের অন্তর্ভুক্তি নিয়ে এখনও ক্রিকেট পাড়ায় চলছে নানা সমালোচনা। নিষেধাজ্ঞা কমিয়ে তাঁকে দলে ফেরানো কতটা যুক্তিসঙ্গত সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ক্রিকেট বোদ্ধারাও।