বিপিএল থেকে আত্মবিশ্বাস পাক তাসকিন- মুশফিকরাঃ তামিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি পেসার সিলেট সিক্সার্সের তাসকিন আহমেদ। বিপিএলে দারুণ এই পারফর্মেন্স আসন্ন নিউজিল্যান্ড সফরে ভালো করার ব্যাপারে তাঁকে প্রেরণা যোগাবে ব্যাপকভাবে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা তামিম ইকবালের মতামত বিপিএল ভিন্ন ফরম্যাট হলেও এখানে ভালো খেলতে পারলে পরবর্তী সিরিজেও এর ফল পাওয়া যাবে।

এই প্রসঙ্গে সাংবাদিকদের তামিম বলেছেন, 'তাসকিনের কথা বলি, ১৭টা উইকেট পেয়ে গেছে। এটা অবশ্যই তাকে আত্মবিশ্বাসী করবে।'
বিপিএল আসরে ব্যাট হাতে ভালো করছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। সর্বোচ্চ রান সংগ্রাহকের দিক থেকে তৃতীয়তে অবস্থান তাঁর। এসব প্রাপ্তিই একজন ক্রিকেটারকে আত্মবিশ্বাস প্রদান করার জন্য যথেষ্ট, বিশ্বাস তামিমের, তাঁর ভাষ্যমতে,
'মুশফিক সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছে, এগুলো অবশ্যই আত্মবিশ্বাস দেয়। আপনি কোন সংস্করণ খেলছেন, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আপনি যদি ভালো ব্যাটিং–বোলিং করেন তবে আপনাকে অবশ্যই সেটি আত্মবিশ্বাস জোগাবে।'