নিউজিল্যান্ডকে পাত্তাই দিচ্ছে না ভারত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে সফরকারী ভারতের কাছে পাত্তাই পাচ্ছেনা নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচেও ভিরাট কোহলির দলের কাছে ৯০ রানে হেরেছে কেন উইলিয়ামসনের দল। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। অধিনায়কের সিদ্ধান্তকে ব্যাট করতে নেমে ভুল প্রমাণ করেননি দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। উদ্বোধনী জুটিতে ১৫৪ রান যোগ করেন তাঁরা।
দলীয় ১৫৪ রানে ৬৬ রান করা ধাওয়ান ট্রেন্ট বোল্টকে উইকেট দিয়ে ফিরলেও অধিনায়ক কোহলিকে সঙ্গে নিয়ে সেঞ্চুরির পথে হাঁটছিলেন রোহিত। কিন্তু তাঁর সেঞ্চুরির পথে বাঁধা হয়ে দাঁড়ান লকি ফারগুসন। ৮৭ রান করা রোহিতকে গ্র্যান্ডহোমের হাতে ক্যাচ দিয়ে বিদায় করেন এই পেসার।
দুই ওপেনার ফিরলেও আম্বাতি রাইয়ুডু এবং ভিরাট কোহলি মিলে রানের চাকা সচল রাখেন ভারতের। ৪৩ রান করে বোল্টের দ্বিতীয় শিকার হয়ে কোহলি বিদায় নিলেও ধোনির সঙ্গে জুটি বাঁধেন রাইয়ুডু। ৪৭ রান করা রাইয়ুডু দলীয় ৩০০ আগের নিজের উইকেট ছুঁড়ে দিলেও ধোনি এবং কেদার যাদব মিলে দলকে ৩০০'র উপর নিয়ে যান।

৩৩ বলে ধোনির অপরাজিত ৪৮ এবং কেদার যাদবের ১০ বলে ২২ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩২৪ রানের পুঁজি পায় ভারত। বোল্ট এবং ফারগুসন নেন ২টি করে উইকেট।
৩২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা কিউইরা স্কোরবোর্ডে ১০০ রান তুলতেই টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বসে। অধিনায়ক কেন উইলিয়ামসন ফিরে যান মাত্র ২০ রান করে।
এরপর বোলিংয়ে এসে নিউজিল্যান্ডের মিডেল অর্ডারে ধ্বস নামান চায়নাম্যান বোলার কুলদিপ যাদব। ৪৫ রান দিয়ে কিউই ৪ ব্যাটসম্যানকে বিদায় করেন তিনি। শুধুমাত্র ডগ ব্রেসওয়েল ছাড়া স্বাগতিকদের পক্ষে আর কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেন নি।
দলীয় ২২৪ রানে ৪৬ বলে ৫৬ রান করে ব্রেসওয়েল ফিরলে ৪০.২ ওভারেই ২৩৪ রানে গুটিয়ে যায় কিউইদের ইনিংস। ভারতের পক্ষে কুলদিপ সর্বোচ্চ ৪টি এবং ভুবনেশ্বর কুমার ও যুবেন্দ্র চাহাল নেন ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ৩২৪/৪ (৫০ ওভার)
(রোহিত শর্মা ৮৭) (বোল্ট ২/৬১)
নিউজিল্যান্ডঃ ২৩৪ অল আউট (৪০.২ ওভার)
(ব্রেসওয়েল ৫৬) (কুলদিপ ৪/৪৫)