অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে সিলেট-খুলনা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলে আজকের প্রথম ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে খুলনা টাইটান্স এবং সিলেট সিক্সার্স। নিজেদের সর্বশেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছিলো দুই দলই।
গতকাল রাজশাহী কিংসকে ৭৬ রানে পরাজিত করেছিলো সিক্সার্সরা। অপরদিকে এই সিলেটের বিপক্ষেই নিজেদের শেষ ম্যাচে ২১ রানে জয় পেয়েছিলো মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা। সুতরাং উইনিং কম্বিনেশন ধরে রাখতে আজ দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে খেলবে।

এখন পর্যন্ত ৯ ম্যাচের মধ্যে মাত্র ২টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে খুলনা। অপরদিকে রাজশাহী কিংসকে গতকালের ম্যাচটিতে হারিয়ে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে সিলেট।
খুলনা টাইটান্স একাদশঃ
ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), জুনায়েদ সিদ্দিকি, আল-আমিন, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, ডেভিড ভিসে, ইয়াসির শাহ, তাইজুল ইসলাম, জুনায়েদ খান, শুভাশিস রায়।
সিলেট সিক্সার্স একাদশঃ
সোহেল তানভীর, সাব্বির রহমান, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলোক কাপালি (অধিনায়ক), নিকোলাস পুরান ও মোহাম্মদ নওয়াজ, জেসন রয়।