টসে হারলেন মাহমুদুল্লাহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের বিপিএল আসরে এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স এবং খুলনা টাইটান্স। টুর্নামেন্টের ২৮তম সেই ম্যাচটিতে ২২ রানের ব্যবধানে জয় পেয়েছিলো মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা।
সেই জয়ের স্মৃতি নিয়ে আজ একটু পরে সিলেটের বিপক্ষে খেলতে নামবে টাইটান্সরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে এরই মধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিক্সার্স অধিনায়ক অলোক কাপালি।

এখন পর্যন্ত ৯ ম্যাচের মধ্যে মাত্র ২টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে খুলনা। অপরদিকে রাজশাহী কিংসকে গতকালের ম্যাচটিতে হারিয়ে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে সিলেট।
খুলনা টাইটান্স স্কোয়াডঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহুরুল ইসলাম, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, জহির খান, শুভাশীষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্র্যান্ডন টেইলর, পল স্টার্লিং, ডেভিড উইজ।
সিলেট সিক্সার্স স্কোয়াডঃ
লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা, সোহেল তানভির (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।