বার্বাডোসে হোল্ডারের ইতিহাস, ইংল্যান্ডের সামনে রানের পাহাড়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বার্বাডোস টেস্টে ইতিহাস গড়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। আট নম্বর পজিশনে খেলতে নেমে ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক হাঁকানোর পাশাপাশি সপ্তম উইকেট জুটিতে শেন ডরউইচের সঙ্গে যোগ করেছেন ২৯৫ রান। এই দুজনের ব্যাটে ভর করে ইংলিশদের রানের পাহাড় ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা। তৃতীয় দিন দুই দলের ইনিংস মিলিয়ে কোন উইকেট না পড়লেও স্কোরবোর্ডে যোগ হয়েছে ৩৪৪ রান। বিনা উইকেটে ৫৬ রান নিয়ে দিন শেষ করা ইংল্যান্ডের প্রয়োজন এখনও ৫৭২ রান।
তৃতীয় দিন ৬ উইকেটে ১২৭ রান নিয়ে খেলতে নেমে ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে কোন ভুলই করেন নি হোল্ডার এবং ডরউইচ। দুর্দান্ত ব্যাটিং করে ইংলিশ বোলারদের মাথার ঘাম পায়ে ফেলে ৬ উইকেটে ২৩৭ রান নিয়ে লাঞ্চে যায় স্বাগতিকরা।
লাঞ্চের পর ব্যাট করতে নেমে শতক তুলে নেন দুই ব্যাটসম্যানই। তবে ডরউইচের শতক পূরণ করার আগেই হোল্ডার পৌঁছে যান নিজের ব্যক্তিগত ১৫০ রানে। দ্বিতীয় সেশনে দুজন মিলে কোন উইকেট না হারিয়ে যোগ করেন ১১২ রান।
দুই সেশনে ২১২ রান স্কোরবোর্ডে যোগ করা ক্যারিবিয়ানদের দলীয় ৪০০ রানে একাই পৌঁছে দেন অধিনায়ক হোল্ডার। খানিক পরই ২৩ চার এবং ৮ ছক্কার সাহায্যে ডানহাতি এই ব্যাটসম্যান তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।
৬ উইকেটে ৪১৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। হোল্ডার ২০২ এবং ডরউইচ অপরাজিত থাকেন ১১৬ রানে। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৬২৮ রানের।

সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৫৬ রান যোগ করে দিন শেষ করে ইংল্যান্ড। ররি বার্ন্স ৩৯ এবং কিটন জেনিংস ১১ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন ব্যাট করতে নামবেন।
এর আগে প্রথম ইনিংসে শিমরন হেটমায়ারের ৮১ রানের উপর ভর করে ২৮৯ রানের পুঁজি পেয়েছিল উইন্ডিজরা। জবাবে ব্যাট করতে নেমে কিমার রোচের বোলিং তোপে মাত্র ৭৭ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোরঃ
উইন্ডিজ প্রথম ইনিংসঃ ২৮৯ অল আউট (১০১.৩ ওভার)
(হেটমায়ার ৮১) (অ্যান্ডারসন ৫/৪৬)
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ৭৭ অল আউট (৩০.২ ওভার)
(জেনিংস ১৭) (রোচ ৫/১৭)
উইন্ডিজ দ্বিতীয় ইনিংসঃ ৪১৫/৬ (১০৩.১ ওভার)
(হোল্ডার ২০২* ডরউইচ ১১৬*) (মাঈন আলি ৩/৭৮)
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ৫৬/০ (২০ ওভার)
(বার্ন্স ৩৯*, জেনিংস ১১*)