অভিষেক স্মরণীয় হল না রবিউলের

ছবিঃ- চিটাগং ভাইকিংস
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রংপুর রাইডার্সের বিপক্ষে টি-টুয়েন্টি অভিষেক স্মরণীয় করতে পারলেন না পেস অলরাউন্ডার রবিউল হক। এদিনে চিটাগং ভাইকিংসের হয়ে খেলতে নামা এই পেসারের দুঃস্বপ্নে পরিণত হন রংপুরের দুই ব্যাটসম্যান অ্যালেক্স হেলস এবং রাইলি রুশো।


দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। আর তাতে দিনটি ভীষণ খারাপ গিয়েছে রবিউলসহ চিটাগংয়ের অন্যান্য পেসারদের। টি-টুয়েন্টি অভিষেকে রবিউল অবশ্য স্বদেশী মোহাম্মদ মিঠুনকে বোল্ড করতে পেরেছেন।


এটাই ছিল শুক্রবারের ম্যাচে তাঁর একমাত্র পাওয়া। পুরো চার ওভার বোলিং করে এদিনে তিনি দিয়েছেন ৫৪ রান! চার-ছক্কা হজম করেছেন চারটি করে।


promotional_ad

অভিষেকের দিনটি নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন তিনি। তবে বেশ সাড়া জাগিয়ে ভাইকিংসে যোগ দিয়েছিলেন রবিউল। ২০১৮ সালে খেলেছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে।


ফ্রেন্ডস ক্রিকেট একাডেমি নামক একটি প্রতিষ্ঠানে স্থানীয় কোচের তত্ত্বাবধানে বেড়ে ওঠা রবিউল ২০১৪ সালে সুযোগ পেয়েছেন ঢাকা মেট্রো দলে। 


টানা দুই বছর ঢাকা মেট্রোর হয়ে অধিনায়কত্ব করেছেন ১৯ বছর বয়সী এই তরুণ। ব্যাটে বলে পারফর্মেন্সও ছিল দুর্দান্ত। এরপরে তিনি খেলার সুযোগ পান অনূর্ধ্ব-১৯ চ্যালেঞ্জ কাপে, আর সেখান থেকেই বিশ্বকাপে ডাক পান রবিউল।


রংপুর বিভাগের হয়ে এখন পর্যন্ত পাঁচটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন রবিউল। উল্লেখ করার মতো রান না করলেও উইকেট নিয়েছেন ১৭ টি, ম্যাচ সেরা ফিগার ৮৯ রান খরচায় ছয় উইকেট।


চার উইকেট পেয়েছেন দুই বার করে। এছাড়া ১৪ টি লিস্ট এ ম্যাচ খেলেছেন তিনি। সেখানেও ব্যাট হাতে তেমন আলো ছড়াননি, বল হাতে নিয়েছেন ২৭ টি উইকেট। ম্যাচ সেরা ফিফার ৩৩ রান খরচায় পাঁচ উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball